আমাদের কথা খুঁজে নিন

   

আমরা মনের দিক দিয়ে খুবই দরিদ্র....

একদিন এক ধনী পিতা তার ৮ বছরের সন্তান কে নিয়ে ঘুরতে বের হলেন। বাবা চেয়েছিলেন তার ছেলেকে বোঝাতে যে একজন মানুষ কি পরিমান দরিদ্র হতে পারে। তারা একটি গরিব পরিবারের Farm এ সময় কাটালেন। Farm থেকে বাড়ি ফিরার সময় বাবা ছেলে কে বললেন, "দেখলে তারা কি গরিব... তাদের কাছ থেকে কি শিখলে??" ছেলে জবাব দিল... আমাদের এসি রুমের বাড়ি... তাদের খড়-ছনের বাড়ি । আমাদের ১ টি ছোট Swimming Pool আছে ........তাদের রয়েছে বিশাল পুকুর।

আমরা রাতে আলোর জন্য বিভিন্ন ধরনের দামি বাতি জ্বালিয়ে দেয়... তাদের রাতে আলো দেয়ার জন্য আছে অসংখ্য তারা । আমরা খাবার কিনি... তারা খাবার বানায় । আমদেরকে Protect করার জন্য আছে আমাদেরই কেনা প্রহরী ... তাদের Protect করার জন্য আছে তাদের অসংখ্য বন্ধু ও প্রতিবেশী । আমরা ঘুম থেকে উঠার কোন নির্দিষ্ট টাইম নাই... তারা জীবিকার তাগিদে ঘুম থেকে উঠে ভোর বেলায় । আমরা মানুষকে টাকার মাধ্যমে ভালবাসি.... তারা মানুষকে মনের মাধ্যমে ভালবাসে ।

আমাদের মধ্যে আরও পাওয়ার তাগিদে চাহিদার শেষ নেই... তাদের মধ্যে চাহিদা বলতে সম্মান নিয়ে নির্দিষ্ট চাহিদা মিটিয়ে বেঁচে থাকার মধ্যে সীমাবদ্ধতা । বাবা আমাদের সবকিছুই আছে কিন্তু সুখ নেই... তাদের কিছুই নেই কিন্তু সুখ তাদের চারপাশ দিয়ে ঘিরে রেখেছে । Thanks Baba, আমরা যে মনের দিক দিয়ে খুবই দরিদ্র তা আমাকে দেখানোর জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.