আমাদের কথা খুঁজে নিন

   

লিচুর দেশে একদিন.....(ফটোব্লগ)

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা । লিচুর দেশ দিনাজপুর ।

দিনাজপুরের লিচু মানে অন্যরকম স্বাদ। মিষ্টি ও রসালো স্বাদ আর বৈশিষ্ট নিয়ে বিভিন্ন জাতের লিচুর মধ্যে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-থ্রি আর দেশী জাতের লিচু । লিচুর ভারে নুয়ে পড়েছে এমন গাছ দেখতে কি যে ভালো লাগে তা চোখে না দেখলে বোঝানো যাবে না......... লিচু খেতে বা দেখতে গত বছর গিয়েছিলাম দিনাজপুর, কিন্তু দিনের অধিকাংশ সময় মুসলধারে বৃষ্টি থাকায় খুব ভালো করে দেখা হয়ে উঠেনি, যেটুকু দেখেছিলাম তারই কিছুটা আমার ক্যামেরায়............ প্রচন্ড বৃষ্টিতে তোলা লিচুর ছবি বাগানের কয়েকটি ছবি...... বাগান থেকে খাওয়ার জন্য কিছু লিচু না কিনলে কি হয় রাম সাগরঃ বৃষ্টির কারণে এখানে নামতেই পারিনি । উপকথা: অতি প্রাচিন কালে বৃষ্টির অভাবে খরাই দুর্ভিক্ষ দেখা দেয় । এ অবস্থায় খাদ্য ও পানিয়ের অভাবে শেষ হয় বহু জীবন ।

রাজা অনেক লোক নিয়োগ করে খনন করলেন এই দীঘি । কিন্তু দিঘিতে উঠলোনা এক ফোটা পানি । স্বপ্নাদেশ অনুযায়ী যুবরাজ রাম দীঘি তে প্রান বিসর্জন দিলেন । দীঘি পানিতে ভরে উঠলো । পানিয় জলের অভাব মিটলো ।

যুবরাজের স্মৃতি অমর হয়ে রইল দীঘির নাম হলো রামসাগর । বড় পুকুরিয়া কয়লা খনিঃ কিন্তু অনুমতির জন্য সেখানে ঢুকতে পারিনি ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।