আমাদের কথা খুঁজে নিন

   

"OLIGOPOLY" .....THE BASIC CONCEPT

নাম ছিলনা স্বপ্ন গুলোর........প্রতিবিম্বিত অবয়ব তাড়িয়ে বেড়ায় নিজেকে। আমরা অনেকেই ECONOMICS এর MONOPOLY কনসেপ্ট এর সাথে পরিচিত। যখন বাজারে ভোক্তার তুলনায় সরবরাহকারী কম ( ১ জন বিক্রেতা, অনেক জন ক্রেতা) থাকে, এই অবস্থাকে অর্থনীতির ভাষায় MONOPOLY বলে। কিন্তু ঘটনাটা যদি উল্টো হয়, মানে, ১ জন ক্রেতা আর অনেক বিক্রেতা, এই পর্যায় কে বলা হয় MONOPSONY. OLIGOPOLY হচ্ছে সেই অবস্থা যেখানে ভোক্তার তুলনায় সরবরাহকারী কম থাকে কিন্তু সেটা ১ জন নয়, ১ জনের বেশী সরবরাহকারী এবং মুটি কয়েক সরবরাহকারীরা নিজেদের মধ্যে একটা গোষ্ঠী করে অনেকটা MONOPOLYর মত অবস্থা তৈরী করে বাজারে। OLIGOPOLY নিয়ে একটা বেশ মজার গল্প আছে।

গল্পটা অনেকটা এমন... " একবার ২ বন্ধু রাতের বেলায় লং ড্রাইভ এ বের হয়। সারা রাত বাইরে কাটায়। কিন্তু সকালে ছিল তাদের পরীক্ষা। সকালে বাসায় এসে ওরা ঘুমিয়ে পড়ে। যা হবার।

পরীক্ষা মিস। পরদিন ওরা স্যার এর কাছে যায় আর বলে যে, তাদের গাড়ির টায়ার টা ব্রাস্ট হয়ে যায় রাস্তায়। তারা স্যার কে পরীক্ষা টি নেওয়ার জন্য অনুরোধ করে। স্যার ও ভালো মানুষ। পরদিন পরীক্ষা দিয়ে যেতে বলল।

পরদিন স্যার ২ জন কে ২ রুমে বসায়। তাদের কে একই প্রশ্ন দেওয়া হয়। আর প্রশ্ন পত্রে ১ টাই প্রশ্ন ছিল," গাড়ির কোন টায়ার টি ব্রাস্ট হয়েছিল?" ( ভুল মার্জণীয় ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.