আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষার যা নেবার নেওয়া হয়ে গেছে অনন্তর কাছ থেকে,এখন আর অনন্তর দরকার নেই,এখনতো বর্ষার স্পেনেও ফ্ল্যাট আছে,এই জন্যই বস্তির লোককে ডয়িং রুমে নিতে নেই

গত রোববার রাত পর্যন্ত সবাই যখন জেনে গেছে অনন্ত-বর্ষার ছাড়াছাড়ির বিষয়টি চূড়ান্ত। আজ দুপুর সাড়ে এগারোটায় রাজধানীর কাকরাইলে তাঁর মনসুন ফিল্মস কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তাদের বিচ্ছেদের ব্যাপারটা জানান অনন্ত। অভিনয়শিল্পী অনন্ত জলিলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন তার স্ত্রী বর্ষা। মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান, রাতে মোহাম্মদপুর থানায় অনন্তের বিরুদ্ধে এ অভিযোগে জিডি করেন তারই ছবির নায়িকা ও স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। ওসি জানান, শুক্রবার রাত ১১টার দিকে থানায় জিডি করতে আসেন মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসিন্দা বর্ষা।

তিনি জিডিতে অভিযোগ করেন, তার স্বামী এম এ জলিল অনন্ত তাকে মারধর করেছেন। ওসি জানান, একটু পরেই থানায় এসে অনন্ত মিটমাটের চেষ্টা করেন। রাত সাড়ে ১২টার দিকে তারা একসঙ্গে থানা থেকে বের হন। ২০১০ সালের ‘খোঁজ-দ্যা সার্চ’ ছবিটির মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনার খাতা খুলেন অনন্ত। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন বর্ষা।

২০১১ সালের ২৩ সেপ্টম্বের বিয়ে করেন অনন্ত-বর্ষা। অনন্তের আরো কয়েকটি ছবিতে নায়িকা হিসেবে ছিলেন বর্ষা। এদিকে শুক্রবার রাতেই নিজ বাসায় রহস্যজনকভাবে নিহত হয়েছে লাক্সতারকা সুমাইয়া আজগর রাহা। তার এ আত্মহত্যার কারণ ত্রিভুজ প্রেম। অনন্ত-বর্ষার তোপের মুখে পড়ে নিজে আত্মহত্যার পথ বেছে নিলেন লাক্সতারকা খ্যাত এই তরুনী ঠিক এমনটায় লিখেছেন কিছু মিডিয়া।

কিন্তু একটা বিষয় অনন্তর সাথে যদি রাহার সম্পর্কই থাকবে তাহলেতো অনন্ত-বর্ষার পালটা পালটি মামলা এই ব্যাপারটা রাহার কাছে একটি খুশির সংবাদ হত। রাহারতো আত্মহত্যা করার কনো প্রশ্নই ওঠে না। আমাদেরতো তিলরে তাল বানানো এটাতো অনেক পুরাতন সভাব। যাই হক অনন্ত-বর্ষার পরিচয় হয় একটি ফ্যাশান শো-র মাধ্যমে অনন্তরি একটি ফ্যাশান শো-তে বর্ষার সাথে পরিচয় অনন্তর। তখনি বর্ষা অনন্তর প্রেম তারপর বিয়ে।

অনন্তর কাছ থেকে যা নেবার নেওয়া হয়েগেছে বর্ষার এখন সময় অনন্তর সাথে টক্কর দেওয়ার। আসলে বস্তির লোককে ডয়িং রুমে নিতে নেই! বর্ষাকে কোথা থেকে কোথায় পৌছে দিছে অনন্ত আজ সেই বর্ষাই অনন্তকে পাল্টি দিলো। এমন একটা কাজ করে বর্ষাকি আসলেই লাভবান হল??? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।