আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তারের অবহেলায় জমজ সন্তান প্রসব করে দুনিয়ার বুকে রেখে মারা গেলো 'মা'।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ মানিকগন্জ জেলা শহড়ের ওয়্যারলেস গেট সংলগ্ন ''কেয়া ক্লিনিক'' এর এক পাষান্ড ডাক্তারের অবহেলায় মৃত্যু বরণ করল এক জননী। গত কাল দুপুরে ২২/২৩ বছর বয়সী এক গর্ভবতি মহিলাকে তারস্বামি ক্লিনিকে ভর্তি করে রেখে যায়, এবং সমস্ত খরচাপাতি দিয়ে যায়, এবং সবধরনের চিকিৎসা চালিয়ে যাবার কথা বলে যায়। গতকাল শুক্রবার রাতে মহিলাটি দু'টি ফুটফুটে পুত্রসন্তান জন্ম দেয়। এটিই তাদের প্রথম সন্তান।

কিন্তু মহিলাটির রক্ত শুন্যতা দেখা দেয়। এই খবর শুনা মাত্রই মহিলার স্বামী ও পরিবারের সবাই এদিক সেদিক রক্তের জন্য ছুটাছুটি করতে থাকে, কিন্তু কোথাও প্রয়োজনীয় রক্ত পাওয়া যায়নি। ফলে মহিলাটি মৃত্যু বরণ করতে বাধ্য হয়। অথচ প্রত্যেক ক্লিনিকেই ডেলেভারীর পুর্বে মহিলার রক্তের গ্রুপ অনুযায়ি পর্যাপ্ত রক্ত সরবরাহ করে রাখার নিয়ম রয়েছে। এমনকি মহিলার স্বামিও এই ব্যাপারে ডাক্তারকে সতর্ক করে রেখেছিল।

ডাক্তার বলেছিল সব ঠিকঠাক আছে। পরে নিহতের পরিবারের সদস্যরা এসে ক্লিনিক ভেংগে তছনছ করে ফেলে, এবং রাস্তা অবরোধ করে রাখে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।