আমাদের কথা খুঁজে নিন

   

ভুয়া ডাক্তারের পাল্লায়

আমার শাশুড়ির ডান পায়ে ব্যাথা অনেক দিন থেকে, ডাক্তার অনেক দেখানো হয়েচে প্রথমে ইদ্রিচ আলি তার পর সালেক তালুকদার কোনো কিছুতেই কিছু হচ্চে না ব্যাথা আর যায় না। কয়েক দিন আগে বৈশাখী টিভিতে এক ডক্তারের কথা শুনে মহিলারা সবাই মহাখুশি টিভিতে তার বাচনভঙ্গি তার কথাবার্তায় সবাই ভাবলো তিনি ডাক্তারদের ডাক্তার, যাক মহিলাদের যন্ত্রনায় টেলিফোনে সিরিয়াল নিয়ে পরের দিন মহা ডাক্তারের চেম্বারে হাজির হলাম। চেম্বারে ডুকে একটু অবাক হলাম কারন চেম্বারের চতুরদিকে ডাক্তার সাহেবের ছবি ভিবিন্ন গুনিজনের সাথে যেমন মোফাজ্জল হোসেন মায়া, মকবুল হোসেন, কামরুল ইসলাম, সাজেদা ছৈধুরী ইত্যাদি। তার উপরে দুই তলা তার ব্যাক্তিগত হাসপাতাল। রোগী অনেক সবাই নতুন রোগী।

ডাক আসলো ভিতরে গেলাম ডাক্তার সুনলো কোথায় ব্যাথা ব্যাস কাম সারা, উনি সাথে সাথে উনার প্যাডের উলটা পিঠে পুরো মেরুদন্ড একেঁ কোথায় কি কারনে সব ৫মিঃ এ বুঝিয়ে দিলেন তারপর এম আর আই সহ ভিবিন্ন টেস্টের নাম লিখে দিলেন সাথে বললেন টেস্টগুলি তার ওখান থেকে করাতে হবে, আমি নামকরা একটি প্রতিস্টানের নাম বলে বললাম আমি ওখানে করপোরেট ডিস্কাউন্ট পাবো। উনি বললেন তারা পারবেনা যাক উনার ভিজিট ৫০০/= দিয়ে বাধ্য হয়ে মহিলাদের ফ্যানফ্যানানিতে উনার নির্দিস্ট শ্যমলীতে ইসলাম ডাইগনষ্টিকে গেলাম। ওখানে গিয়ে দেখি আমার আগে যত রোগী চিল সবাই এম আর আই এর জন্য সিরিয়াল দিয়ে আছে এবং আস্তে আস্তে পরের সবাই আসছে ওখানে দিলাম ১০০০০/= টাকা। অতপর ২দিন পর রিপোট নিয়ে চেম্বারে গমন মহান ডাক্তার রিপোট দেখে জটপট লিখে দিলেন উনার (ডাক্তার সাহেবের) হাসপাতালে থাকতে হবে ৩ সাপ্তাহ, বাসায় শুয়ে ৩ সাপ্তাহ, সাবধানে চলাফিরা ৩ সাপ্তাহ এরপর উনি সম্পুর্ন সুস্থ হয়ে যাবেন। কোন উষধ না লিখায় আমার পিঢ়াপিঢ়িতে যে উষধ লিখলো তার কাহিনি আবার অন্যরকম কারন তার উষধ ও সেই বিক্রি করে তার লিখা হারবাল উষধ অন্য কথাও পাওয়া যায় না তখনি একজনকে দেখলাম নাঃগঞ্জ থেকে এসে উষধ নিচ্ছে।

তার ডিগ্রি এবং তাকে দেখে ডাক্তার মনে হলো না, অথচ ডাক্তার উপাদি নিয়ে ঢাকা শহরে ব্যবসা ছালিয়ে যাচ্ছে, আশুন এদের মুখুশ খুলে দিই। নিচে তার নাম ঠিকানা দেওয়া হলো Dr. S. Chakroborty Phd,MD(am,India) BSPT(DU) MDT Part a,b (UK) TMS(U.C.L London) DIP O.M(BELZIUM) Ex- Lecturer Peoples University of Bangladesh Ex- Physiotherapist BCB,CRP Specialized Physiotherapy & Arthritis Research Center House - 08, Ring road Adabor, Shamoli 07177682771, 01712283484 8142184,8142183 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.