আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে পৃথক স্থানে অগ্নিকান্ডে ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি ও এক যুবকের আত্মহত্যা

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। শ্রীমঙ্গলে পৃথক দুই স্থানে অগ্নিকান্ডে ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি ও এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে শ্রীমঙ্গলে একটি মেডিকেল চেম্বার ও ডায়াগনষ্টিক সেন্টারে অগ্নিকান্ড সংঘঠিত হয়। এতে উভয় প্রতিষ্ঠানে প্রায় ৪০ লাধিক টাকা মূল্যের য়তি হওয়ার খবর পাওয়া গেছে। আগুনের সূত্রপাতের কারণ জানা সম্ভব হয় নি।

শুক্রবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ আবাসিক এলাকার বিবাড়িয়া মেডিকেল হল এবং মহানামব্রত ডায়াগনষ্টিক সেন্টারের এক্স-রে, ই-সি-জি ও আলট্রাসনোগ্রাফি মেশিন সহ বিভিন্ন ওষুধ ও চিকিৎসা সামগ্রী আগুনে বিনষ্ট হয়ে গেছে। প্রত্যদর্শীরা বলেন, সহসা আগুনের শিখা দেখতে পেয়ে এলাকাবাসীরা আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু প্রতিষ্টানগুলো তালাবন্ধ থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীকে ফোন করা হয়। তবে ফায়ার সার্ভিসের লোকদের ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব হওয়ায় তির পরিমান বেড়েছে বলে অনেকের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে প্রতিষ্ঠান দু’টির সত্ত্বাধিকারী ডা. বরুন চন্দ্র রায়ের সাথে আলাপ করা হলে তিনি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তিনি প্রতিষ্ঠানগুলোতে তালা দিয়ে বাড়ি ফিরেন। ওইদিন রাত আনুমানিক দেড়টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে তিনি তার বাসভবন পূর্বাশা আবাসিক এলাকা থেকে ঘটনাস্থলে পৌঁছেন। ততণে আগুনের লেলিহান শিখায় প্রতিষ্ঠান সমুহের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া আসবাবপত্রের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাধিক হবে বলে তিনি জানান। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা কেউই সঠিকভাবে বলতে পারেন নি।

এদিকে অপর এক স্থানে ট্রেনের নীচে পড়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায়। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসটি শ্রীমঙ্গল রেল ষ্টেশনে প্রবেশের আগে উপজেলার শাপলাবাগ রেল ক্রসিং সংলগ্ন এলাকায় আশুমনি ধর (৩২) নামের যুবক ট্রেনের নীচে ঝাপটে পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাড়ি মৌলভীবাজার জেলার কাগাবালা ইউনিয়নের শেখের হিজরা গ্রামের বাসিন্দা হারান চন্দ্র ধরের ছেলে প্রত্যদর্শীরা জানান, যুবকটি দীর্ঘসময় রেল লাইনের পাশে ফোনালাপ করছিল। পারাবত ট্রেনটি ক্রসিংয়ের মুহুর্তে সে উত্তেজিত হয়ে ফেনটি লাইনের মধ্যে ফেলে দেয় এবং উত্যাক্ত হয়ে ট্রেনের দিকে ঝাপিয়ে পড়ে। পরে শ্রীমঙ্গল জিআরপি থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহতের পরিবারবর্গ উপস্থিত হয়ে লাশ সনাক্ত করলে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করা হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.