আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে মেরী স্টোপস এর উদ্যোগে

রঙ্গিলা বন্ধুরে....... i_mahmud2008@yahoo.com

শ্রীমঙ্গলে মেরী স্টোপস এর উদ্যোগে ‘নিরাপদ এমআর’ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত মেরী স্টোপস মৌলভীবাজারের উদ্যোগে ‘নিরাপদ এমআর’ সংক্রান্ত এক কর্মশালা গত বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বিভিন্ন পেশার মানুষদের নিয়ে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন মেরী স্টোপস’র নিরাপদ এমআর প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এ.এইচ.এম মাসুদুর রহমান এবং ফিল্ড অর্গানাইজার শিরিন আক্তার। কর্মশালায় জানানো হয়, প্রতি বছর বাংলাদেশে প্রায় ৩৯ লক্ষ মহিলা গর্ভবতী হন। এর মধ্যে অনাকাঙ্খিত গর্ভধারণের সংখ্যা বছরে প্রায় ১৩ লক্ষ। এসব অনাকাঙ্খিত গর্ভধারণের জন্য বছরে প্রায় ৮ লক্ষ ইচ্ছাকৃত গর্ভপাত হয়ে থাকে। আমাদের দেশে অধিকাংশ গর্ভপাত হয়ে থাকে অদক্ষ হাতে। ফলে বছরে প্রায় ৮ হাজার মহিলা অনিরাপদ গর্ভপাতজনিত জটিলতার কারণে মারা যান এবং প্রায় ১ লক্ষ মহিলা দীর্ঘমেয়াদী জটিলতায় ভূগতে থাকেন। এ ব্যাপারে এমআর করার নিরাপদ সময়, নিরাপদ স্থান এবং উপযুক্ত সেবাদানকারী বাছাইয়ে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে। কর্মশালা শেষে উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সুফিয়ান, প্রাক্তন চেয়ারম্যান ও কৃষক মো. ফিরুজ মিয়া, সাংবাদিক ইসমাইল মাহমুদ, গণ্যমান্য ব্যক্তি আব্দুর রহিম, মসজিদের ইমাম মো. খোরশেদ আলী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাকেশ চন্দ্র চৌধুরী, ইউপি সদস্য মো. আইনউদ্দিন, ইউপি সদস্য আব্দুল নুর, ইউপি সদস্য জসিম উদ্দিন আহমেদ, পল্লী চিকিৎসক অজিত দেব প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.