আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ / আহত ১

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন এনজিও সংস্থা কারিতাসের অর্গানইজার স্বপ্না রানী নাথ (৩০)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার গুড়াছাউ গ্রামের বাবুল দেবনাথের স্ত্রী। অপর জন সিএসজি চালক মো. আব্দুল খালেক (৫০)।

তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের মধ্য লৈইয়ারকুল গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার সকালে সিএনজি চালক আব্দুল খালেক শ্রীমঙ্গল থেকে যাত্রী নিয়ে সাতগাঁও যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে সিএনজিটি মতিগঞ্জ এলাকায় বিলাশ নদীর ব্রিজের উপর পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-০২-৮৮৪) সিএনজিটিকে (মৌলভীবাজার থ ১১-১৪২৮) ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। সাথে সাথে গুরুতর আহত সিএনজি যাত্রীদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক চালক আব্দুল খালেক ও স্বপ্না রানী নাথকে মৃত ঘোষণা করেন।

অপর একজনকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত চালক পলাতক রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.