আমাদের কথা খুঁজে নিন

   

এখনও তোমার কথা ভাবি

শ্রাবণের রাত এখনও তোমার কথা ভাবি । খুব মনে পড়ে যখন কোন ছুটিতে বাসায় আসি তখন । কারণ তোমার বাসা আর আমার বাসা ছিল খুবই কাছাকাছি,যেমনটা ছিলাম আমরা দুইজন । কিন্তু আজ আমার বোকামির জন্য তোমাকে হারালাম। তোমাদের বাড়িটা দেখলে তোমার কথা মনে পড়ে যায় ।

অলস বিকালে যখন আমি তোমাকে দেখতাম, তখন আমার বিকালগুলো আর বর্ণহীন থাকত না । সেটা ২০০২ সালের কথা । সাতক্ষীরা শহর এর একই এলাকায় একই সাথে আমরা নতুন বাড়ি করেছি । আমাদের দুই পরিবার এর রক্ষণশীলতা কারনে তোমাদের বাসায় কখনও যাওয়া হয়নি । শুধু দূর থেকে দেখতাম ।

প্রথম যখন তোমার নাম শুনলাম তখন আমার খুব অদ্ভূত লেগে ছিল । এমন নাম আমাদের মফস্বলে হয় না । তখনও তুমি আমাকে চিনতে না । এরপর তোমার সাথে আমার প্রথম দেখা হল শহিদ কাকুর বিয়েতে । তুমি তোমার ছবি তুলতে নিষেধ করছিলে ।

তার আগে অবশ্য তোমার সাথে একবার ঝগড়া হয়ে গেল । কি সুন্দর পরিচয় পর্ব !!!!! সবচেয়ে মজা কি জান এত কিছুর পরও তোমার একটা ছবি আমার ক্যামেরাতে উঠে গেল । সে সময় বুঝতে পারিনি । পরে প্রিন্ট করার পর দেখি তোমার ছবি । খুবই অবাক হয়ে ছিলাম সেদিন।

এরপর তোমাকে দেখতাম কখনও ছাদে, কখনও বারান্দায়। চোখে চোখে অনেক কথা হত সে সময় । আমি ছিলাম সে সময় মহাবোকা । তোমার সাথে কথা বলার সাহস হত না আমার । তুমি কত না সুযোগ করে দিতে আমাকে কথা বলার জন্য।

আমি বুঝতাম না । এর মধ্য এক দিন আম্মা চলে গেলেন । আমার দুঃখগুলো তোমার চোখের দিকে চেয়ে কমিয়ে ফেলতাম । এটা কি জানতে ? পারিবারিক রক্ষণশীলতা আমাদের দুই জন এর প্রধান বাঁধা হয়ে দাড়ল । তার পরও এক দিন লজ্জার মাথা খেয়ে আমাদের বাসা আসলে তুমি ।

সেদিন কি যেন হল আমার । কোন কথা বলতে পারলাম না । তুমি মাথা নিচু করে চলে গেলে । এরপরও তুমি যোগাযোগ করার চেষ্টা করতে । আমি যখন ছাদে উঠতাম তখন তুমিও ছাদে উঠে আসতে ।

সাথে থাকত তোমার ছোট দুই বোন । ওদের দিয়ে অনেক কথা বলাতে তুমি । অনেক কথা আমি তখন বুঝতাম না, এখন বুঝি । তার পর এক দিন একটা ঐতিহাসিক বোকামি করলাম । তুমি রাগ করে আমার কাছ থেকে দূরে চলে গেলে ।

আর আমি তোমাকে কখনও ছাদে বা জানালায় দেখলাম না । তুমি হারিয়ে গেলে আমার জীবন থেকে । তখন আমি বুঝতে পারিনি । আমি ঢাকায় চলে আসলাম । আমি ভাবলাম তুমি আমার উপর রাগ করেছ ।

কিন্তু এটা ছিল তোমার চিরদিনের চলে যাওয়া। আর কোন দিন তোমার সাথে দেখা হল না । তুমি কি জান ? আমার দুইটা চোখ এখন তোমাকে খুঁজে ফেরে । আশা করি জীবন পথের বাঁকে কোন দিন তোমার সাথে আবার দেখা হয়ে যাবে । আমার খুব ইচ্ছা তোমার সাথে একবার দেখা হোক ।

শুধু এক বার কথা বলতে চাই । আর কিছু চাই না । জীবনে অনেক কিছু হারিয়েছি । তুমি এখন holly family medical college পড়ছ । জানি না তুমি এই লেখাটা পড়বা কিনা ।

না পড়ার chance শত ভাগ । তারপর আশা করতে দোষ কি ? যদি তোমার চোখে পড়ে আমাকে ক্ষমা করো । আর যদি মনে হয় এই বোকা মানুষটাকে কল করা দরকার তবে আমাকে একটা মেইল() করও দয়া করে । প্রিয় পাঠক , এটা আমার একান্ত অনুভূতি । আমি কোন সাহিত্য তৈরি করতে চাইনি।

আমি আমার কষ্টর কথাগুলো বলে হালকা হতে চেয়েছি মাত্র । দয়া করে আমাকে ভুল বুঝবেন না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.