আমাদের কথা খুঁজে নিন

   

এখনও সময় আছে

আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য আমাদের টাগে´ট হওয়া উচিত লোডশেডিংমূক্ত বাংলাদেশ এর । যদি আমাদের টার্গেট হয় লোডশেডিংমূক্ত বাংলাদশের, তাহলে আমাদের পরিকল্পনার মধ্যে লোডশেডিং মূক্তির একটা ছাপ থাকা দরকার । এখনকার পরিকল্পনা দেখলে মনে হয়, আমাদের টার্গেট সমগ্র বাংলাদেশকে একসাথে লোডশেডিংমূক্ত করা । কিন্ত আমরা যদি আমাদের টার্গেটকে একটু পরিবর্তন করে সিটি ভিত্তিক করতে পারি তাহলে দেশে একটা বিরাট পরিবর্তন সাধিত হতে পারে । যেমন, এক একটি সিটিকে টার্গেট করে লোডশেডিং মূক্ত করা ।

যেমন , ২০১2 সাল নাগাত ঢাকা লোডশেডিং মূক্ত হবে , ২০১3 সাল নাগাত চট্রগ্রাম লোডশেডিং মূক্ত হবে , ২০১৮ …. …. …. .. ইত্যাদি। হিসাব মতে, পিক আওয়ারে , ঢাকার বিদ্যুৎ ঘাটতি ২০০ মেগাওয়াট । আমরা যদি একটা ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করি, যার কাজ হবে ঢাকার বিদ্যুৎ ঘাটতি মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ দেশের অন্য এলাকায় সরবরাহ করা । দেশের অন্য এলাকার বিদ্যুৎ এর কোন সমস্যা না করে, একটা ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র দিয়েই অথবা ভারত থেকে আমদানি করে ঢাকাকে লোডশেডিং মূক্ত করা যায় । লোডশেডিংমূক্ত সিটিতে বিদ্যুৎ এর দাম দেড়গুন বা দ্বিগুন করলেও জনগন আপত্তি করবে না ।

এখনকার নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দামের তুলনায় বিদ্যুৎ এর দাম অনেক কম । বর্তমান এই যুগে একটি দেশের রাজধানীর বিদ্যুৎ এর এই হাল বিশ্বের কাছে কি বার্তা প্রেরণ করে তাও ভেবে দেখা দরকার । বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক মর্যাদা সব কিছুতেই এর থেত্রেও এর কূপ্রভাব পড়ে । এবার কল্পনা করুন, ঢাকা লোডশেডিং মূক্ত হলে কি কি ঘটবে । ঢাকা পুড়োপুড়ি লোডশেডিং মূক্ত হলে একে একটি ২৪ ঘন্টা নগরি হিসাবে গড়ে তুলা সম্ভব ।

ঢাকাকে পোড়োপুড়ি একটা ২৪ ঘন্টা নগড়ী হিসাবে গড়ে তুলতে পারলেই এর যানজট সমস্যা , অতিরিক্ত জনসংখ্যা সমস্যা , বেকার সমস্যা ইত্যাদি দূর হবে । ঢাকা আবার বাসযোগ্য হবে । অন্যদিকে ঢাকা লোডশেডিং মূক্ত হলে, ঢাকার ছোট বড় অসখ্য জেনারেটরগুলোর কি হবে ? অল্প কিছু জেনারেটর ইমারজেন্সি পারপাস রেখে বাকি জেনারেটর গুলো অন্য জেলায় অল্প দামে বিক্রি করে দিবে । ঢাকায় যত জেনারেটর আছে, তা দিয়ে ছোট ছোট কয়েকটি জেলার বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব । একটু চিন্তা করে দেখুন, আমরা চাইলেই ঢাকাকে একটি ২৪ ঘন্টা নগরী হিসাবে গড়ে তুলতে পারি ।

এবং এর মধ্যেই আছে ঢাকার যানজট সমস্যা , অতিরিক্ত জনসংখ্যা সমস্যা , বেকার সমস্যা ইত্যাদি অনেক সমস্যার সমাধান । ডিজিটাল যুগে কোন ডাউন টাইম নাই । মাননীয় প্রধানমন্ত্রী, আগের বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশ এর একটা চোখে পড়ার মত একটা পরিবর্তন জনগন দেখতে চায়। দেখতে পাবে । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.