আমাদের কথা খুঁজে নিন

   

"চিরদিনের তুমি"

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না। তুমি আছ তুমি থাকবেই তোমাকে রেখেছি বুকে পৃথিবী সৃষ্টির পূর্বে! আজ তুমি গেয়ে যাও গান কর্মহীন পূর্ণ অবসাদে হৃদয় গহীনে।। বিশ্বরূপ এ খেলাঘরে, হাজার মৃত্যু পেরিয়ে আজ আছি তোমায় না পাওায়ার অন্তহীন জ্বালা নিয়ে তোমায় পাওয়ার সাধ্য কি আছে এ জনমে? রয়েছ তুমি আজ বহু মানবের হৃদয় পটে। শত শত ঝরা বকুলের কান্না ধুয়ে নিতে, বয়ে গেছে ঝর্না পাহাড়ের কোল ঘেঁষে হাজার হাজার নক্ষত্রপুঞ্জের বিষাদ মুছে দিতে আকাশ হয়েছে নীল বিষাদের রঙে, তবু তুমি রয়ে গেলে আমার ! চিরদিনের তুমি হয়ে। .......................................................................................................................... উৎসর্গ :- কবি আল মাহমুদ। কবির ৭৯তম জন্মদিনে আমার ছোট উপহার। ......................................................................................................................... কবিতা সম্পর্কে সকলের যে কোন ধরণের আলোচনা কামনা করছি। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.