আমাদের কথা খুঁজে নিন

   

চিরদিনের জন্য বন্ধ করুন ভাইরাসের AutoRun.exe এর চেয়ে সহজ উপায় জানা থাকলে আওয়াজ দিয়েন

শুধু দেখব আর শিখব

ডেক্সটপ এ যান যেকোনো যায়গায় মাউস রাইখা হুদার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক মারেন new থেকে Text Documentক্লিক করেন New Text Document লেখা একটা টেক্সট ফাইল দেখা যাইব এইটারে এইখানেই থুইয়া দেন (সুজা কথায় একটা নতুন টেক্সট ফাইল খুলেন আরকি) অখন চউখ বন্ধ কইরা নিচের লেখাটা হুবুহু copy করেন REGEDIT4 [HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\IniFileMapping\Autorun.inf] @=”@SYS: DoesNotExist” এইবার New Text Document.txt মাউসের ডাবল ক্লিক মাইরা ওপেন করেন এর খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক কইরা pest মারেন এইবার উপরের কোনায় লাল রংগের CROSS ক্লিক করেন পরে YES এ ক্লিকান (সোজা কথায় লেখা টা সেভ করে ফাইলটা বন্ধ করেন আর কি) অক্ষন করেন আসল কাম, New Text Document.txt নামটারে rename করে abc.reg নামে সেভ করেন করসেন তো নাকি??? করা হইলে abc.reg মাউসটা নিয়া খালি ২টা ক্লিক করেন , YESক্লিকান কাম শ্যেষ (বড় কইরা দেখনের লাইগা এইখানে কষ্ট কইরা ক্লিক মারেন ) চিরদিনের জন্য ভাইরাসের AutoRun.exeবন্ধের এর চেয়ে সহজ উপায় জানা থাকলে আওয়াজ দিয়ে সংবিধিবদ্ধ সতর্কীকরণ :( তয় বে হুদা ডড়ায়েন্না সব ধরনের Auto installation starting এর অপশন (কিছু কিছু গেমস ও সফটওয়ার এর সিডি বা ডিভিডিতে থাকে) অটোরান বন্ধ করার কারনে অটো চালু হইবোনা তবে ইন্সটল করার ফাইল(setup.exe or install.exe etc) গুলাতে ডাবল ক্লিক করে ম্যানুয়ালি চালু করা যাইবো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.