আমাদের কথা খুঁজে নিন

   

সাধারন মেয়ের অসাধারন কাহিনী

আপনাকে এই জানা আমার ফুরাবে না ইরম শর্মিলা চানু নাম টা অনেক বছর দেরিতে হলেও আজ মানুষের পরিচিত। ভারতবর্ষের মনিপুরে ইম্ফল থেকে কয়েক মাইল দূরে পাহার বেষ্টিত এক ছোট্ট শহর মালোম, এই শহরেই ১১ বছর আগে ঘটেছিল এক নৃশংস ঘটনা , ১০ জন সাধারন নিরিহ মানুষের রক্তে রাঙ্গা হয়েছিল মাটি ,রাইফেলধারী জওয়ান দের এনকাউন্টারে নিহত হন ১০জন মানুষ। ইম্ফলের ২৮ বছর বয়সী এক তরুণী তখন সম্পূর্ণ একা নামলেন এক যুদ্ধে এমন এক আইনের বিরুদ্ধে যা মনিপুরবাসীদের আতঙ্কিত করে রেখেছিল , আইনের নাম আফসপা মনিপুরে বিদ্রোহী দের দমনের জন্য আর্মড ফোরসেস অ্যাক্ট বা আফসফা জারি করা হয়। এই আইনের আড়ালে সশস্ত্র বাহিনীর কিছু জওয়ানদের হাতে অত্যাচারিত হতে থাকে সাধারন মানুষ , মহিলাদের ওপর নির্যাতন থেকে গুলি চালিয়ে খুন এই আইনের প্রভাবে সব কিছুই সহ্য করে নিতে হচ্ছে মনিপুরবাসিকে । এই আইনের বিরুদ্ধেই শর্মিলা ইরমের ক্লান্তিবিহিন সংগ্রাম , ২০০০সালে ৫ই নভেম্বর মালোম থেকে তিনি তাঁর অনশন আন্দোলন শুরু করেন, তিনি সিদ্ধান্ত নেন যতদিন না আফস্পার মত আইন প্রত্যাহৃত হচ্ছে তিনি নির্জলা অনশন করবেন , অনশনের কিছুদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করে নল দিয়ে বলপূর্বক খাওয়ানো হয় তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আবার অনশন শুরু করেন তারপর থেকেই শুরু হয় ধারাবাহিক এক কাহিনী , বারবার তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে খাওয়ানো হয় তবু মানুষের জন্য ব্রতী মানুষ টি আবার অদম্য জেদ অপরিবর্তিত থাকে এই ভাবে কেটে গিয়েছে ১০ বছর, মানুষের জন্য এভাবে ত্যাগ স্বীকার কতজন পারে করতে ? জীবনের এতগুলো বছর শুধু জেলের অন্ধকারে আর হাসপাতালের ঘরে কাটাতে ? করেছেন ইরম শর্মিলা এবং আজো চলছে প্রতিবাদী এই নারীর সংগ্রাম এরমধ্যে অনেকেই অনশন কর্মসূচি গ্রহন করেছেন নানান কারনে মিডিয়ার সাহায্য , জনপ্রিয়তার বাড়াবাড়ি এসব ও দেখেছে সারা ভারতবর্ষ আর দেখেছে ইরম শর্মিলার মনিপুর যেখানে অপেক্ষায়ে দিন গুনছে মনিপুরবাসি সমস্ত মানুষ যেখানে আজও তাঁর মা অপেক্ষায়ে দিন গুনছে কবে তাঁর মেয়ে জয়ী হবে, বিদেশে অপেক্ষায়ে দিন গুনছে ডেসমন্ড কবে তাঁর ভালোবাসার নারী কে তিনি দেখতে পাবেন , কবে প্রত্যাহৃত হবে মারন আইন আফসপা । এক অদম্য জেদি মেয়ের প্রচন্ড ইচ্ছাশক্তি ধীরে ধীরে ছড়িয়ে পরেছে আজ সারাদেশ জুড়ে , নানা শহরে তাঁর সমর্থনে চলছে মিছিল আমাদের শহর কোলকাতাও পাশে উপলব্ধি করেছে প্রতিবাদী এই নারীর অসাধারনত্ব । তবু এখন শুধুই অপেক্ষা আর আশা রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ইরোম শর্মিলার এই অবিরাম অহিংস আন্দোলন কবে বাধ্য করবে ভারত সরকারকে মনিপুরে আফসপা প্রত্যাহৃত করতে , উত্তর টা দেবে সময়, আপাতত শুধুই অপেক্ষা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.