আমাদের কথা খুঁজে নিন

   

কে সঠিক ? কারা সঠিক ? কি ফল পেতে চাই ? সাধারন মানুষের কথা কে ভাবে ? সাধারন মানুষ কি চিন্তা করেন ?

০ ০ ০ ০ ০ ০ ০ কে সঠিক ? প্রসঙ্গটা রাজনৈতিক প্রেক্ষাপটেই । রাজনৈতিক কোন ব্যক্তি সঠিক ? ব্যক্তি স্বার্থ ছাড়া অন্যকোন কিছু কি কেউ ভাবে ? তাদের নিকট কি কখনো মনে হয় সাধারন মানুষের জন্য কোন কাজ করা দরকার যা থেকে আমার দেশের মানুষের উপকার হবে । আওয়ামীলীগ নাম পরিবর্তন তথা নিজের জেদ রক্ষা করতে এমন কোন কাজ নাই যে তারা করতে পারেনা । যাকে আমরা সাধারন ভাষায় বলে থাকি ঘাড়ত্যাড়া । আমরাই সঠিক-সর্বদা এমন চিন্তাই করে থাকে ।

প্রমানিত খুনিদের ক্ষমা করে দেয়া, অযোগ্য লোকবল নিয়োগ, যুবকদের হাতে অস্ত্র তুলে দেয়া (দলীয় ব্যানারের আওতায়) যা আমরা বিভিন্ন ক্ষেত্রে পুলিশের সাথে দাড়িয়ে থাকতে দেখি, ইত্যাদি আপনার অনেক কিছুই দেখতে পারবেন । আবার অন্যদিক বিএনপির পুরনো কথা বাদ দিয়ে নতুন কথা গুলো যদি ধরেন তাহলে বিএনপি এখন কে কত দিন হরতাল দিয়েছে তার একটি পরিসংখ্যান শোনা যায় । এখন কথা হল যে অল্প কয়দিন তারা হরতাল দিয়েছেন তা কি কি ইস্যুর উপর দিয়েছেন । হয় বাড়ী না হয়তো কোন সন্ত্রাসীর পক্ষে বা পরিস্থিতি ঘোলাটে করার জন্য । সাধারন জনগণের উপকারার্থে কোন হয়তাল দিয়েছেন বলে আমার এ মুহুর্তে মনে পড়ে না ।

বর্তমানে ইলিয়াস নিয়া যে হরতাল হচ্ছে তাতে আপনাদের কি মনে হয়, বিএনপি ইলিয়াসকে জীবিত ফেরত চায় বা আদৌ ফেরত চায় ???????? নাকি বিএনপি এটাকে পুজি করে তাদের অস্তিত্বকে জানানোর চেষ্টা করছে মাত্র ? যদি তারা ইলিয়াসকে চাইতো তাহলে তাদের উচিত ছিল সরকারকে সহযোগিতা করে উদ্ধার করার পর হরতাল নামক সাধারন জনগণকে আতঙ্কে ফেলা । ইলিয়াস জীবিত ফিরে আসুক এটা সর্বশ্রেণীর মানুষ চায় । কিন্তু যে পরিস্তিতির উদ্ভব হল তাতে সে আশা নিরাশায় পরিনত হয়েছেতো বটেই বরং জীবিত ফেরত পাবার আশা সকলেই ছেড়ে দিয়েছে । বর্তমান সরকার ক্ষমতায় আশার পরে হরতালের ডাক দেয়ার মত অনেক ইস্যুই ছিল কিন্তু তখন হরতাল ডাকেননি । কারন সে ইস্যুগুলো ছিল সাধারন জনগণের উপকারার্থে ।

আমরা ভুলে গেছি বাংলাভাই সহ বোমা আতঙ্কের ঘটনা, মানুষকে গলা কেটে হত্যা করার ঘটনা, আহসানউল্ল্যা-কিবরিয়া হত্যাকান্ডের ঘটনা । তাহলে কি দাড়ালো !!!!!!!!!!! আসলে এবার দু'দলেরই কর্মকান্ড দ্বারা বোঝার চেষ্টা করি কে বা কারা সঠিক । সাধারন জনগণ ছাড়া আরও একটি সুযোগ সন্ধানী দল আছে................ যাদেরকে আমরা সুশিল সমাজের লোক বলে যানি । কিন্তু আমরা কি জানি টকশোতে টক-ঝাল-মিষ্টি কথা বলতে তার কত টাকা হাদিয়া নেয়??????????????? টাকা ছাড়া তারা কি এক পা নড়ে??? তারা কি আমার দেশের স্বনির্ভরতার জন্য কথা বলে নাকি বিদেশিদের চামচামি করে পকেট ভারি আর দেশের সর্বনাশ করে বেড়ায় । তাদের বাড়ী, চলাফেরার ধরন, জীবন যাপন দেখলেই বিষয়টি পরিস্কার হয়ে আসবে ।

এতো গেলো সুশিল সমাজের কতা । একটি দেশের উন্নয়ন নির্ভর করে সে দেশের আপামর সাধারন জনগণের চিন্তা বা পরিশ্রম বা দক্ষতার উপর । সকলের চিন্তার প্রতিফলন ঘটানো বা চাহিদা পুরন করাই সরকারের প্রধান কাজ । তাহলে আমার দেশের সাধারন জনগণের চিন্তা চেতনা কেমন । আমরা কি কখনও চিন্তা করতে চাই ।

আমরা স্বাধীনতার নামে চিন্তার স্বাধীনতা ভুলে গেছি । একজনে যা চিন্তা করে তা নিয়েই সবাই বিশৃঙ্খলভাবে লাফালাফি করি । আমাদের কি কোন দল আছে ????!!!!। একজন সাধারন মানুষকে যদি কোন দলের নাম ভাঙ্গানো কোন ব্যক্তি প্রহার করে হাজার হাজার সাধারন মানুষ একটি মানুষের ভয়ে পাশ কাটিয়ে দেখেও না দেখার ভান করে কাটিয়ে যাবার চেষ্টা করেন । তাহলে সাধারন মানুষের কথা কে বা কেন ভাববে ?????? আমরা যারা সাধারন মানুষ তাদের চরিত্র কি??????????????????????////// অন্যসকলের খারাপ হোক ভালো হোক একটা কিছু আছে????????????? কিন্তু আমাদের কি আছে???????????????? উত্তর জানার চেষ্টা করি! ! হতাশ হই আবার আশার আলো দেখার চেষ্টা করি !!!!! হয়ত একদিন ভালো তথা ইতিবাচক দিকে আমরা যেতে পারবো ।

যারা কষ্ট করে পড়বেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা রইল । সকলে ভালো থাকতে চেষ্টা করবেন । শুভ কামনা রইল । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.