আমাদের কথা খুঁজে নিন

   

বারান্দার টবে তামাক চাষ / শামীমা বিনতে রহমান / আর্টস

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার। আর্টস-এ নতুন লেখা বারান্দার টবে তামাক চাষ শামীমা বিনতে রহমান | ৭ নভেম্বর ২০১১ "সুপ্রিয় একদিন ইনানের বেডরুমের পাশে লাগোয়া বারান্দায় আড্ডার মধ্যে সাবিনের দিকে ঘুরে বসে, চোখের মণিতে দেড়-দুই সেকেন্ডের চক্কর দিয়ে বললো, তোদের হাসি দেখলে কী মনে হয় জানিস? মনে হয় দাঁতের আগায় দুই জনই বিষ লাগায়ে রাখিস। এ্যাই, তোরা চুমু খাওয়ার সময় কি বিষ, মানে পয়জন দাঁত থেকে লালায় লালায় এক্সচেইঞ্জ করিস? হা হা হা।" লিংক: http://arts.bdnews24.com/?p=4184  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।