আমাদের কথা খুঁজে নিন

   

মুখোশ

একসময় স্বপ্ন ফেরি করেছি , এমনিতেও দিয়েছি কিছু । ঘরে কিছু মুখোশ জমেছে - ভাবছি কাদের কাছে বিক্রি করা যায় ,বাজারে ক্রেতা কম , অনেকগুলো করে কিনেছে সবাই ; যেন উৎসবের পোশাক ! লাল , নীল ,সাদাকালো নানা রঙের কারুকার্যময় মুখোশ , ঘরে একটা ব্যবহার করে তো রাস্তায় অন্যটা , কর্মস্থলে গিয়ে আবার বদল । আমি অবাক হই ! মুখোশগুলো কেমন মানিয়ে যায় তোমাদের ! ক্রোধের ঘরে আস্তানা গড়ে মোনালিসা'র রহস্যময় হাসি , কান্নাকে তালা দিয়ে চাবি তুলে দাও অট্টহাসির হাতে , আবার নোংরা খিস্তি আড়াল হয়ে যায় তৈলাক্ত মুখোশে । আমার ব্যকডেটেড মুখোশগুলো কি করবো ? ভাবছিলাম কিছু পালটে হাল আমলের কিনবো , প্রয়োজনে একটা নিলে আর একটা বিলকুল ফ্রি । গোপন একটা সত্যি বলি ? মুখোশ পরতে পরতে মুখটা কেমন ইট চাপা ঘাসের মতো ফ্যাকাসে হয়ে গেছে । একটু সোনা রোদ ছোঁয়ার জন্য আকুলি বিকুলি করে বুকটা , আয়নায় খুঁজে ফিরি নিজেকে ; কতদিন নিজেকে দেখিনা ! ১৬।০৯।২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।