আমাদের কথা খুঁজে নিন

   

দেওবন্দের ভিসি নোমানির বিজেপীয় ফতোয়া

ভারত সেক্যুলার দেশ। সেক্যুলারের অর্থ ধর্ম বিরোধী, বিশেষ করে ইসলাম বিরোধী শাসন ব্যবস্থা। এর প্রমাণ, সেক্যুলার বলতে যদি ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থা হয়, তবে ভারতে মুসলমানদের গরু কোরবানি করতে দেয়া হয় না কেন? যার যার ধর্ম তার তার কাছে- এই যদি হবে সেক্যুলার শাসনব্যবস্থার মূলমন্ত্র, তবে গরু কেন কুরবানি করতে পারবে না ভারতের সংখ্যালঘুরা? তবে এবার আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছে দেওবন্দ। এতদিন উগ্র হিন্দুরা বিশেষ করে বিজেপি, আরএসএস ও বজরং দল গরু কুরবানির বিরুদ্ধে ছিল খড়গহস্ত। এবার তাদের মুখপাত্রের কাজটি করে দিয়েছেন দেওবন্দের ভিসি মওলানা নোমানি।

তিনি গরু কুরবানি না করতে মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন। মওলানা নোমানি আরো বলেছেন, জন্মদিনের অনুষ্ঠান পশ্চিমা সংস্কৃতি বলে তা ইসলামে নিষিদ্ধ। জনাব নোমানির কাছে প্রশ্ন রাখতে ইচ্ছা করে, আপনি যখন পশ্চিমাদের তৈরি করা প্লেনে চড়েন, পশ্চিমাদের আবিস্কৃত ইনস্যুলিন দিয়ে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন, তখন কি সেটি ইসলাম পরিপন্থি কাজ হয় না? পশ্চিমাদের তৈরি নরম মখমলের জায়নামাজ না হলে তো আপনার সিজদা দিতে কষ্ট হয়। তখন কোথায় থাকে আপনার পশ্চিমা বিরোধী সেন্টিমেন্ট। যারা বাংলাদেশে বসে দেওবন্দের ছাতা ধরেন, তাদের কাছ থেকে উত্তর শোনার অপেক্ষায় রইলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.