আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের মাষ্টার

মনের কথা জীবনের সব মাষ্টার দেখেছি কিন্তু এই প্রথম দেখলাম প্রেমের মাষ্টার। মাষ্টার হলো আমার এক বন্ধু মামা। বন্ধু মামা- বলার পেছনে একটা কারণ আছে। কারণটি হচ্ছে-আমি এবং আমার বন্ধু মামা এক গ্রামের থাকি। কিন্তু দু:খের বিষয় এক গ্রামের থাকলেও আমার তখন বন্ধু মামার সাথে পরিচয় ছিল না।

আমি যথন ৮ম-এ পড়ি তখন আমার সাথে পরিচিত হয় আমার বন্ধু মামার। আমরা জানা ছিলনা এতে দিন বন্ধু মামা কোথায় ছিল যদিও আমার বাসা থেকে একটু জোরে ডাক দিলেই শুনতে পেতো আমার বন্ধু মামা। এত দূরে ছিল আমার বন্ধু মামার বাড়ি। এক সাথে পড়তাম বলে সে আমার বন্ধ এবং আমার নাকি দূর সম্পর্কের মামাও হয় তাই আমি ওকে বন্ধু মামা বলে ডাকি। দেখতে দেখতে ক্লাস নাইন (৯ম) উঠলাম।

বেশ কিছুদিন যেদে বুঝতে পারলাম আসোলেই আমি নাইলে উঠে গিয়ে লাইনেও উঠে গেছি। তারপর যা হয় সেটাই হলো। নতুন যৌবনের আবির্ভাব, মেয়েদের সঙ্গ। কিন্তু দু:খের বিষয় নতুন মেয়ের সঙ্গ এবং নতুন যৌবনে পদার্পণ করেও মেয়েদের সাথে কথা বলার সাহস ছিলনা। এভাবে দেখতে দেথতে কয়েকটি বছর কেটে গেল।

এতে দিনে বন্ধু মামার সাথে আমার সম্পর্কটা বেশি গাড় হয়ে উঠেছিল। এই কয়েক বছরের ব্যবধানে আমি অকেন কিছু শিখেছি, সাভাবিক ব্যাপার থেকে শুরু করে, মেয়েদের ব্যাপার পর্যন্ত। এই সময়টাতি আমার পাশে ছিল আমার বন্ধু মামা। মেয়েদের ব্যাপারে বন্ধু মাম এবং আমি সবসময় অনেক দূর্বল ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, আমার বন্ধূ মামা প্রেমের সব কলা-কওসল জানত।

মাম কখনো মেয়ের সম্পর্কে কথা বা পরামর্শ দিতে পিছে হটতো না। কারণ ‘কথার’Free Service -এ কখনো টাকা লাগে না বা ব্যয় করতে হয় না। তাই প্রেমের ব্যাপারে বন্ধু মামা ছিল আমার প্রেমের মাষ্টার। এক সাথে থাকতে থাকতে আমিও অকেন মেয়েদের ব্যাপারে এটু Advance হয়ে গেছি। এখন আর মো্বাইলে মেয়েদের সাথে কথা বলতে হাত কাপে না, মনের মাঝে আগের মত ঝড়ও উঠে না।

কিন্তু দু:খের বিষয় বন্ধু আমার প্রেমের মাষ্টার হয়েও নিজেই মোবাইলে ভালভাবে কথা বলতে পারেনা। যদিও আমি একটু Advance আমার বন্ধু মামা প্রেমের মাষ্টারের চেয়ে কিন্তু মাষ্টার বলে কথা তার পরামর্শ না হলে চলেই না। [ বি.দ্র: বন্ধু মামাকে বলবেন না- আমি এখন আমার প্রেমের মাষ্টার বন্ধু মামাকে Time দিনা। হ্যা হ্যা হ্যা হ্যা ] void(1); ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.