আমাদের কথা খুঁজে নিন

   

ডিজুস প্রেমের যুগে রবীন্দ্রীয় মার্কা প্রেমের গল্প..পর্ব-২....তোর সাথে

ভূমিকা : আজকাল ডিজুস প্রেমের যুগে রবীন্দ্রীয় মার্কা প্রেম কেউ পছন্ত করে না। এখন হলো ধর ধর মার মার কাট কাট টাইপ প্রেম...ডাইরেক্ট একশান। গুল্টু গুল্টু কবি কবি রবি বাবু মেঝদি টাইপের প্রেম এ কোন মেয়ে পড়েও না আবার ছেলেরাও ফেলে না....তাও আমি একটু ওল্ড মডেলের, ভাবনা সমৃদ্ধ প্রেমের দৃশ্য আঁকার চেষ্টা করলাম। আমি জানি নেটিও (নেটওয়ার্ক যুগের) পোলাপান এটা একটুও পছন্দ করবে না তারপরেও লিখলাম আরকি............... আগের পর্ব- Click This Link দৃশ্য-৩ দুপুরের মধ্যেই হাতের কাজগুলো সেরে ফেললাম। তারপর একটু বিছানায় গা এলিয়ে দিতেই বিকেল গড়িয়ে এলো।

শীতের বিকেল খুব তাড়াতাড়ি আসে। চট করে উঠে বসলাম, আজ ঢাকায় ফিরতে হবে তার আগে একটু গ্রামে ঘুরবো। হাটতে হাটতে বাংলোটা পেড়িয়ে গ্রামের অনেক দূরে নদীর পাড়ে চলে আসলাম। সূর্য পষ্চিমে হেলে পড়েছে, চারদিকে লাল সোনালী রোদের ছটা আর নীল আকাশে নদীর দিগন্ত রেখা... কি যে অপূর্ব সে দৃশ্য তুমি দিশেহারা হয়ে গেলে। নদীর কোল ঘেষে সবুজ ক্ষেতের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছো তুমি পড়নে নীল সালোয়ার কামিজে কখনো প্রায় পিছলে পড়ছো তারপরও দৌড়াচ্ছ।

তোমাকে ছুয়ে দেখতে খুব ইচ্ছে করেছে....সবুজের মাঝে তোমাকে নীল আকাশের মত লাগছে আমি অবাক হয়ে শুধু তোমাকে দেখছি। তুমি একসময় নদীর পাড়ে থমকে দাড়ালে, পিছনে ফিরে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে আবার ছুটতে শুরু করলে। দৃশ্য-৪ তুমি দরজার চৌকাঠে হাত দিয়ে দাড়িয়ে আছ, আকাশে হালকা মেঘের ছোটাছুটি। টুপ টুপ করে ছোট ছোট ফোটার বৃষ্টি পড়ছে। তুমি চোখ বন্ধ করে হাত বাড়িয়ে বৃষ্টির ফোটা ধরার চেষ্টা করছো।

হঠাৎ কি মনে করে তুমি উঠোনে নেমে গেলে আর তোমাকে সঙ্গ দেয়ার জন্য হয়তো বৃষ্টির ফোটাগুলো বড় বড় করে পড়তে শুরু করলো। আমি তোমাকে ব্যাকুলভাবে ডাকতে লাগলাম, তুমি হাসতে হাসতে সারা উঠানে ছুটতে শুরু করলে আর তখনি কাদায় পড়ে গেলে। আমি ছুটে যেয়ে তোমাকে ধরতেই তুমি আমাকে টান দিয়ে কাদায় ফেলে দিলে আরো জোরে খিলখিলিয়ে হেসে উঠলে। দৃশ্য-৫ তুমি হঠাৎ নিশ্চুপ হয়ে গেলে, আমার কোন কথাই শুনছনা। একা আনমনে হেটে চলছো হলুদ সর্ষে ক্ষেতের মাঝে।

তোমার বিষন্ন মুখের দিকে তাকালেই মনে হয় একটু টোকা দিলেই বৃষ্টি হয়ে ঝড়ে পড়বে। আমি ও তোমাকে তোমার মত থাকতে দিলাম। পরিস্কার নীল আকাশ আর সোনালী রোদের মাঝে সর্ষে ফুলের খেলা তার মাঝে তুমি তোমার লাল উড়না বিছিয়ে বিছিয়ে যাচ্ছো, একাকি হাটছো তুমি আনমনে। আমি তোমার অভিমান ভাঙ্গানোর একটুও চেষ্টা করলাম না কারন এমন স্বর্গীয় দৃশ্য থেকে নিজেকে বন্চিত করতে চাইছিলাম না। আমি জানি একটু পরেই তুমি সব ভুলে যাবে।

সন্ধা নামতে শুরু করলো, আলো আধারি খেলায় কখনযে তোমার হাত ধরে হেটে চলছি কোন অজানা পথে জানিনা.................. অত:পর সমাপ্তি............................... বি:দ্র: ছবিগুলোর জন্য ব্লগার রানার কাছে কৃতঙ্গতা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।