আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের ছড়া - ২

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

প্রেমের ছড়া - ২ (ছুটির দিনের হালকা খোরাক) প্রেম করে খেলে ধরা খেয়ো তবে পানি পড়া প্রেম ভয় কেটে যাবে মনটাও চাঙ্গা হবে। দেখে শুনে করো প্রেম প্রেম নাকি রিস্কি গেম মন জেতা সহজ বটে থাকে যদি বুদ্ধি ঘটে। পছন্দ তার জেনে নিও গোলাপ হাতে তুলে দিও বিশ্বাসটুকু ঢেলে দিও জেদ করলে মেনে নিও। দূরে যদি বেড়াতে যাও মানিব্যাগটা ভরে নাও বায়না যদি ধরেই বসে লাভ হবেনা অংক কষে। সঙ্গে থাকলে ক্রেডিটকার্ড বলবে হেসে ভীষণ স্মার্ট যুগের সাথে তাল মেলাতে হারবে তুমি প্রেম খেলাতে। টকটাইমের বোনাস শেষে দেখবে কেমন যাবে ফেঁসে ওদিক থেকে বলবে- শোন ফ্লেক্সিলোডটা ভুলোনা যেন। রঙিন কাঁচের চশমা পড়ে চোখে যারা স্বপ্ন ধরে পারেনা প্রেম রাখতে ধরে গুমরে কাঁদে একলা ঘরে। যুগের সাথে তাল মিলিয়ে নেইতো লাভ প্রেম বিলিয়ে মেকি প্রেমের মিথ্যে আশায় ধুঁকতে কি চাও মরণ নেশায়?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.