আমাদের কথা খুঁজে নিন

   

মন্তব্য জরুরি...

যতই অসাধারণ হবার চেষ্টা করি আর ভাব দেখাই , আমি অতি সাধারণ একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। সারাজীবন এমন একটা পরিবেশে মানুষ হইছি যেখানে t-shirt আর jeans পরা মেয়েদের শুধু টিভি চ্যানেল এই দেখা যেত তাও আবার সময়টা এমন ছিল যে শুধু বিদেশী চ্যানেল এই এদের অস্তিত্ব ছিল। এতে আমার কি দোষ যে আমি আমাদের সমাজে এরকম ড্রেস পরা মেয়েদের appreciate করতে শিখি নাই। এটা আমার ব্যার্থতা নাকি আমার সমাজের আমার জানা নেই। এখন কপালের দোষ অথবা গুন যেটাই বলি , আজ এমন জায়গা তে থাকি যেখানের পরিবেশটা কিনা অনেকটাই ভিন্ন।

আমি যা বিদেশী চ্যানেল এ দেখেছিলাম তা আজ চোখের সামনে, হয়তো এটা সময় পরিবর্তনের ফল অথবা আমিই এতদিন আধারে ছিলাম। কিন্তু আমি তো হঠাত করে পরিবর্তন হতে পারি নাহ , আমার ধ্যান ধারনা হঠাত পরিবর্তন সম্ভব নাহ। জানিনা এটা মানুষ কেন বুঝেনা। আমি এখনও সেই back-dated চিন্তাভাবনার মানুষ (কতিপয় বর্তমান আধুনিক সমাজের মানুষের মতে)। তবুও চেষ্টা করি পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার।

হয়তো সবসময় পেরে উঠিনা। কারণ আম গাছ লাগিয়ে তো কেউ আপেল খেতে পারে নাহ। আমার মূল যেমন তৈরি হইছে সেটা মাঝে মধ্যে নাড়া দিয়ে খোলস ভেঙ্গে বেরিয়ে আসে। তাই কয়েকটা নিতিবাচক পোস্ট এ গিয়ে নিতিবাচক কথা বলে ফেলি। ভাই ভুল করে ফেলছে ছেলেটা এটা ভেবে কি মাফ করা যায়না ?? এখনও শিখে নাই সভ্যতা কাকে বলে এই বলে কি ছেড়ে দেওয়া যায় নাহ ?? কিন্তু মানুষ তা করেনা।

তারা তিল কে তাল বানায়। সেখানে গালি দেয়। শুধু গালি দিয়ে ক্ষান্ত হয়ে যায় নাহ। এরপর তাদেরই সভ্য সমাজে ঘটা কাহিনীর সাথে আমাকে তুলনা করে। আমাকে বলে আমি নাকি rapist দের দলের একজন লোক।

আমি নাকি বলেছি যে সকল রেপ এর মূল কারণ নারীর খারাপ বেশভূষা। আমি কখনও এমন কথা বলেছি বলে তো মনে পরে নাহ। নারিকে শালিন হতে বলেছি বলে আমি আজ rapist!! sorry, মানতে পারলাম নাহ। পরোক্ষ ভাবে আর একটা বেপারও বলি। যেখানে আমি নিজেকে বদলে ফেলতে চাইছি।

তোমাদের সমাজের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছি। তাই সেই enoglish movie তে মেয়েদের ঐরকম জামা দেখে নায়ক যেমন কমেন্ট করে যে "that girl is looking sexy in that dress" তখন আবার সেই মানুষেরাই চিল্লায় উঠে বলে এই ছেলে তুমি ইভ টিজার। আজব !! এখন আমি কি করলাম !! আমি তো তোমাদের সমাজের রীতি মেনে নিয়ে চলতে চাইলাম। আমি জানিনা মানুষ আমার যে দোষ ধরছে সেটা আমি আগে যেমন ছিলাম তার জন্য নাকি আমি বদলে যাচ্ছি তার জন্য!! আমি বদলে কিরুপ হব তাও তো আমি জানিনা। হয়তো এমন হয়ে জাব যে কেউ একটু long t-shirt আর long-jeans পরলে বলে বসব যে এতো long নাহ, আর একটু short পরলে ভাল লাগতো।

আমি খুবই confused যে মানুষ আসলে কি চায়!! আর মানুষকে খুশি করার চেষ্টায় আমি কিসে পরিণত হচ্ছি !! (এই পোস্ট এ শুধুই আমার নিজের কথা বলা হয়েছে। কেউ যদি দুঃখ পান মেয়েদের নিয়ে কিছু বলেছি বলে তবে আমায় ক্ষমা করবেন। আমি হয়তো "my name is khan but i'm not a terrorist" এর মত সবার সামনে দাঁড়ায়ে চিল্লাবো নাহ যে " no u fool, i'm not a rapist" .. কিন্তু একসময় হয়তো আপনার সাথে আমার সম্পর্কে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই দয়া করে আমার এরকম কোন কার্যকলাপ দেখলে আমাকে গেয়ো , মফঃস্বল থেকে এসেছে, এখনও শহরের tradition শেখেনি এমন কথা বলে ignore করে যাবেন। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.