আমাদের কথা খুঁজে নিন

   

ডেসটিনি বিষয়ক কোন পোষ্টে মন্তব্য করলে কেন মুছে ফেলা হয় এবং কেন কোন মন্তব্য গ্রহন করা হয় না কেউ কি বলতে পারবেন?

সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়। কিছুক্ষণ আগে "খেলাধূলা বিনোদন" এর ডেসটিনি বিষয়ক একটি পোষ্টে মন্তব্য করলাম দেখলাম কিছুক্ষনের মধ্যেই মন্তব্য মুছে ফেলা হল। আর কিছুক্ষণের মধ্যে পোষ্টটিতে "কোন মন্তব্য গ্রহন করা হবে না" মর্মে নোটিশ টানিয়ে দেওয়া হয়। উনারা কি বাক স্বাধীনতায় বিশ্বাসী নয়।

নাকি স্বৈচারাচী আচরনের ভক্ত। পোষ্টটি পড়ে আমি মন্তব্য করেছিলাম " "চুরের মায়ের বড় গলা শুনতে লাগে ভাল, সাধুর হাতে পড়লে ধরা কমলে গলার ভ্যালূ। বুঝবে তখন কেবা আসল ভেজাল করার মজা জনগণের হাতে পাবি, প্রতারণার সাজা। ডেসটিনি অন্ধ ভক্ত ভাইয়েরা পোষ্ট থেকে মন্তব্য না মুছে অন্তর থেকে ডেসটিনি নামক প্রতারণা কোম্পানির নাম মুছুন। কারণ বাংলায় একটি প্রবাদ আছে " চোরের দশ দিন, গৃহস্তের একদিন" তো আপনাদের হয়ে গেছে অলরেডি সাত দিন।

আর বাকি কয় দিন? হাতে একটু গুনে নিন। আপনাদের জন্য ঐ পোষ্টটির লিংক দেওয়া হলঃ Click This Link সবায় মন্তব্য করুন যার যার ইচ্ছে মত কোন মন্তব্য ডেসটিনি অন্ধ ভক্তদের পোষ্টের মত কর্তন করা হইবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।