আমাদের কথা খুঁজে নিন

   

কিংবদন্তি গায়ক এবং সুরকার ভূপেন হাজারিকার জীবন সঙ্কটাপন্ন

মত প্রকাশের মুক্ত মাধ্যম তৈরী হোক ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি গায়ক এবং সুরকার ভূপেন হাজারিকার অবস্থা আশঙ্কাজনক। দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় মুম্বাইয়ের একটি হাসপাতালে গত তিন দিন ধরে তার ডায়ালিসিস চলছে। ভূপেন হাজারিকা শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে গত ৩০ অক্টোবর বুধবার রাতে আন্ধেরির কোকিলাবেন হাসপাতালের আসিইউতে ভর্তি হন। ৮৫ বছর বয়সি গায়কের অবস্থা খুব একটা ভাল ছিল না, বুধবার যখন তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তাঁর অবস্থা এখন অনেকটা স্থিতিশীল।

তবে চিকত্সা চলবে, এবং এখনও কয়েকদিন তিনি হাসপাতালের আইসিইউতেই থাকবেন। ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর অসমে জন্মেছিলেন এই কিংবদন্তি গায়ক, কবি এবং সুরকার। তবে তাঁর গুনের ব্যপ্তি শুধু গান বা কবিতায়ই সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন একজন তুখর সাংবাদিক, দক্ষ পরিচালক আর একজন অসাধারণ অভিনেতাও। একজন শিশু শিল্পী হিসেবে ১৯৩৯ সালে ‘ইন্দ্রমালতি’ নামের একটি ছবিতে তিনি অভিনয় করেন।

আর মাত্র দশ বছর বয়সে একজন গায়কি হিসেবে প্রকাশ্যে আসেন ভূপেন হাজারিকা। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি এই কিংবদন্তিকে। ১৯৯৩ সালে, ‘রুদালিতে’ তাঁর সৃষ্টি সুরও তাঁর নিজের গলায় গাওয়া ‘দিলে হুম হুম করে’ আজও অনবদ্য, অতুলনীয়। তাঁর কৃতিত্ব তাঁকে এনে দিয়েছে অসংখ্য স্বীকৃতিও। এরমধ্যে আছে ‘দাদা সাহেব ফলকে’ থেকে শুরু করে ‘পদ্ম ভূষণ’ বা ‘সঙ্গীতনাটক অ্যাকাডেমি’ বা ‘অসম রত্নের’ মতো কিছু কহিনূরও।

তাঁর অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল হলেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে আসমুদ্র হিমাচলে তাঁর অসংখ্য ভক্তকূল।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।