আমাদের কথা খুঁজে নিন

   

যাচ্ছ কোথা ?

এত তাড়া কেন তোমার ,ভাই? আমাকেও সাথী কর, তোমার সাথে যাই। এত তাড়া করে যাচ্ছ কোথা? শন শনা শন গান গেয়ে, বিজলী আলোই পথ নিয়ে, উড়িয়ে দিয়ে খড়কুটোকে, জাগিয়ে দিয়ে বট বুড়োকে; যাচ্ছ তুমি কোথা? কালো মেঘের ভেতর হতে শীতল জলের ঝাপটা নিয়ে; টিনের চালে ধাক্কা দিয়ে, ধুলি ঝড়ের ঘূর্ণি করে, যাও তুমি কোথা? যাও কি তুমি পরীর দেশে? নাকি যাও পথের শেষে ? নাকি রাজ-কন্যার খোঁজে ছুটছ দানব দেশে? ওহে, ভাই ঝড়ো হাওয়া, আমাকেও সাথী নাও তোমার সঙ্গী বেশে। তোমার সাথে ছুটব আমি সাথী হয়ে তোমার, মেঘের ওপর সাউয়ার হয়ে স্বাধীন হব এবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.