আমাদের কথা খুঁজে নিন

   

ভালবেসে যদি মন না দাও, তো কেন ভালবেসে যাচ্ছ !

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

ভালবাসা কি জিনিস আজ পর্যন্ত বুঝলাম না, বুঝতে চেয়েছি অনেক, পারি নাই । তবে ভালবাসতে অনেক ইচ্ছা করে । কিন্তু এরকম কেন হয়? ভালবাসা পেয়েও মন কেন পাই না ? এ এক অন্য রকম ভালবাসা । কেন এত মিথ্যাচার ? কেন এত ধোকা ? কেউ কি সহ্য পারবে যে, ভালবাসার মানুষটি তার অবর্তমানে তাকে ছেড়ে অন্য কারউ সাথে সময় কাটাক । হায় খোদ ! এ কি নির্মমতা অঝরে বৃষ্টি হচ্ছে মনের গভীরে, বোঝাতে পারা দায় ! তাকে এত্ত সময় দেওয়ার পরেও কি মন পাওয়া যাবে না ।

কেন এরকম হয় ?????? কেন ? কেন ? কেন ? কেন যাচ্ছ ফিরে তার কাছে, যে দিয়েছে সরিয়ে অতীতে পাচ্ছ কি না নতুন প্রাণের স্পন্দন আমার কাছে । আপন যখন করেই নিয়েছ, কেন এত মিথ্যাচার আমি সরল, এই বলে কি ! আমি প্রতি এই অবিচার । আমি কবি নই, পারি না লিখতে কোন সাহিত্য দেও কেন এত কষ্ট, আছে কি এতে মহাত্ব্য । পারি না কি? ভুলাতে তোমার অতীত এতই কি অবলা, আমি কি নই তোমার সর্বাতীত । মনে লয় ধিক্কার জানাই, কটাক্ষের শেলে করি বিদীর্ণ কিন্তু বড়ই ভালবাসি, হয় না ইচ্ছা তোমাকে সংকীর্ণ সত্যের পতাকা তলে খোদার জাহান প্রতিষ্ঠিত, স্মরণ করি তারেঁ, যে বিশ্বাস আছে গভীরে পঠিত, গ্রহন করেছি তোমারে, দিয়েছিলে কথা, ছাড়িবানা মোরে, আমি জানি রেখেছো তোমার বাণী তবুও নি:শব্দে পূর্বের আবেগের পূর্বাভাস, তা কিভাবে সহ্য করি রাণী ।

মনের প্রাসাদের রাণী তুমি, তুমি সম্রাজ্ঞী কিন্তু বাসতে পারছ না মোরে ভাল ফিরে কেন তাকাও তোমার পুরনো সুরকে, কেন করছ আমার এই হাল । হিংসার জ্বালে আমাকে করছ আগ্রাসী, আমি চাই না হতে পিশাচ মাঝে মাঝে ইচ্ছা হয়, রাঙ্গা করতে এই হাত, তোমার ভাঙ্গা কাচঁ । টিপে ধরতে মনে চায় তোমার বাক যন্ত্র, আমার কষ্টের পরিণতির জন্য সে সাহস কি আছে জানি না, যত কিছুই হোক আমি তোমার জন্য হণ্য । যতই দাও মিথ্যা আশ্বাস, তুমি পার নাই ভুলতে তাকে, হয়ত আমারই ব্যর্থতা মন কাদেঁ তোমারও লাগি, বিশ্বাস কর, এটাই সবচেয়ে বড় সত্যতা । >>>>> >>>>> >>>>> কাল্পনিক রম্য রচনা


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।