আমাদের কথা খুঁজে নিন

   

এরপর ও কি খোকন মুক্তি পাবে না ? এরপর ও কি আরো প্রমান চাই কে মূল হোতা ? আর কত রক্ত নিলে তরা মানুষ হবি ? আর কত রক্ত চাই তোদের ? লাশের পর লাশ ... আরো লাশ চাই ?

নরসিংদীর মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন হত্যার ঘটনায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাইসহ ১৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে নরসিংদী সদর থানায় লোকমানের ভাই কামরুজ্জামান ওরফে কামরুল এই মামলা করেন। মামলার আসামিদের মধ্যে একজন ছাড়া বাকিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং স্থানীয় সাংসদ এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ঘনিষ্ঠ। আসামিরা হলেন: মন্ত্রীর ভাই ও জেলা আওয়ামী লীগের সদস্য সালাহউদ্দিন আহমেদ, দলের জেলা শাখার সহসভাপতি আবদুল মতিন সরকার, দলের শহর কমিটির সাবেক কোষাধ্যক্ষ মোবারক হোসেন ওরফে মোবা, শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজউদ্দীন ভূঁইয়া, বিএনপির সদর থানা শাখার সভাপতি নুরুল ইসলাম, আওয়ামী লীগ-সমর্থক ও ব্যবসায়ী মনোয়ার হোসেন, হিরন মিয়া, নরসিংদী কলেজের ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) তারেক আহমেদ, টেলিযোগাযোগমন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) মাসুদুর রহমান মুরাদ, আওয়ামী লীগ-সমর্থক কবির সরকার, শহর যুবলীগের সভাপতি আশরাফ হোসেন সরকার, নরসিংদী কলেজের ছাত্র সংসদের ভিপি মিয়া মো. মনজুর, আমির হোসেন আমু ও মামুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।