আমাদের কথা খুঁজে নিন

   

এরপর...

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

এরপর... কবিতা হয় না কবিতার মত আর মশাগুলো মৃত ভেবে ডিম পেড়ে যায় গায়ের যত্রতত্র। দেহটা রকেট হয়েছিল, ছায়াপথের নাড়ি নক্ষত্র ঘুরে এসেছিল মনের দীপশিখা প্রচন্ড ঝড়ে নেভার পুর্বেই; এরপর... ক্লান্তি তাই সাগড় পাড়ে পোতা ছাতার বাটের মত ভেজা মনের বালুতে গেড়ে বসছিল, দুহাত প্রসারিত করে তাই জাপটে ধরি নোনা জলের ঝর্ণা ধারা, দীপ জ্বালানো নারী ঝর্ণার চটুল কামিনী জল হয়ে হারিয়ে যায় বহু গভীরে। এরপর... মশার মনের মত স্বল্প উচ্ছিট্ট মনটুকু ভেবে নেয় নিজেকে মহাকাশে হারিয়ে যাওয়া এক ধুমকেতু... ঘুরতে ঘুরতে হারিয়ে যাওয়া সেই ধূমকেতু ফিরবে কবে, কে সেদিন অপেক্ষায় রবে, সেই সব ভাবনায় কবিতা হয় না কবিতার মত আর তারপর... মশাদুটো কুপোকাত অস্থিরতার হস্ত প্রসারনে... প্রাণ টাতে তাই নতুন নারীর ঝড়ো হাওয়া ক্রমাগত বইছে এই তো ধূমকেতুর সে হারানো ভূবনে। ২০/১২/০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।