আমাদের কথা খুঁজে নিন

   

তুরস্ক থেকে গাজার উদ্দেশে দুই সাহায্যতরী

ফিলিস্তিনপন্থী অধিকারকর্মীদের বহনকারী দুইটি সাহায্যতরী পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় পৌঁছেছে। গাজার বিরুদ্ধে ইসরাইলি অবরোধ ভাঙার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে ওই উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে তরী দু’টি। গ্রিসের রোডস দ্বীপের দিকে ছেড়ে যেতে তুরস্ক কর্তৃপক্ষ তাদের অনুমতি দেয়ার পর তরী দু’টি দক্ষিণপশ্চিম তুরস্কের ফেথিয়া ত্যাগ করে। তরী দু’টি হচ্ছে কানাডীয় ‘তাহরির’ এবং আইরিশ ‘এমভি সায়িরসে’। গাজার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় তাহরির ও সায়িরসেকে অল্প সময়ের জন্য এসকর্ট দেয় তুরস্ক কোস্টগার্ড।

তরীতে অবস্থানকারী আলজাজিরার কাসি কফম্যান বলেছেন, গাজা পৌঁছাতে ৫০ ঘণ্টা সময় লাগবে এবং একপঞ্চমাংশ পথ অতিক্রান্ত হয়েছে। তিনি বলেন, ‘গাজা পৌঁছার জন্য উদগ্রীব হয়ে আছেন সবাই। ’ তিনি জানান, সবাই সম্ভাব্য ইসরাইলি প্রতিরোধের জন্যও প্রস্তুতি নিয়ে আছেন। এদিকে ইসরাইলি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তরী দু’টির সাথে যোগাযোগের জন্য তারা প্রস্তুত। ওই বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকায় অবতরণ প্রতিরোধের লক্ষ্যে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ইসরাইলি নৌবাহিনী।

http://www.dailynayadiganta.com/details/8970 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.