আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ের মর্ম কথা

হৃদয়ের কত শত কথা অব্যক্ত অনেক ব্যথা খুব কমই দেখি শ্রোতা। দেখিতো প্রাণের ভেতরে যায় ভেংগে-চুরে – গুঁড়ে পড়েনা সকলের নজরে। বলি পড়বে কি করে এক শ্রেণী অনেক উপরে দরিদ্র্যরা কত নীচে রে ! জানি আসবে ফিরে পাঁচ বছর পরে ঘুরে ভোট চাইবার তরে । আসবে প্রতিটি ঘরে বলবো সকলে সমস্বরে সকলেই কী পরের তরে ! দ্যাখো না কেমন বসন হয় নাতো ক্ষুধা নিবারণ ওরা কী করে স্মরণ! দরিদ্র্যরা কত নিরন্ন ওরা হয়েছে অনন্য শুধু হতদরিদ্র্যেরই জন্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।