আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ের সমীকরণ



অনেক সময় নিজেকে আয়নায় দেখা প্রতিচ্ছবির মতো মনে হয় যাকে ইচ্ছে করলেই মুছে ফেলা যায় কিংবা যাকে নিয়ে ইচ্ছে মতো খেলা করা যায় । তবু কারণে অকারণে নিজেকে সবার চেয়ে বড় বলে ভাবি কখনোওবা অযথা তর্ক –বিতর্কে জড়িয়ে পড়ি । কিন্তু যখনি কোন সমস্যার মুখোমুখি এসে দাঁড়াই তখন কেবলই মনে হয় আমি মানুষ মাত্র, দেবতা নই । আমার শরীর জুড়ে বাস করে নানান রকম জীবাণু , আমার মন জুড়ে থাকে ভীষণ রকম অস্থিরতা । আবার যখন কারো কাছে যাই এই জন্য যে ‘মানুষ মানুষের জন্য’ কিংবা ‘দিবে আর নিবে মিলাদে মিলিবে’ ইংরেজিতে যাকে বলা হয়’ live and let live’ , তখন আর কিছু না পাই একরাশ উপদেশ নিয়ে ফিরে আসি। কথায় বলে ‘the face is the mirror of mind’ আর তাই হয়ত ষ্টিভ জবস বলেছেন, সারা দিন শেষে আমি যখন অয়নায় নিজেকে দেখি তখন খুব বিষণ্ণ লাগে, সারাদিনের ভুলগুলো আঁকড়ে ধরে আমার বিবেককে , তবুও আমি ভেঙ্গে পরি না, বরং আজকের সব ভুল গুলো সুধরে নিয়ে আগামীর স্বপ্নগুলো পূরণ করার প্রত্যয় নিয়ে ঘুমাতে যাই”। জবস এর আর একটা উপদেশ বারবার মনে পড়ে , ‘stay hungry, stay foolish’. আমি যদিও এই কথার মানে এখনও বুঝে উঠতে পারিনি তবু যতটুকু বুঝি তার মত করে চলতে চাই জীবনের পথে, রবীন্দ্রনাথের কবিতার মতো করে , “জীবনে যতো পূজা হল না সাড়া জানি হে জানি তাও হয়নি হারা ”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।