আমাদের কথা খুঁজে নিন

   

আবার পিছাইসে 'GRE' ... বিজ্ঞ ভাইয়ারা যদি একটু 'info' দিয়া হেল্পাইতেন

GRE পরীক্ষা হওয়ার কথা ছিলো ২৪ তারিখ। সেইটা পিছায়া গেলো ৩ নভেম্বর। গতকাল আবার প্রোমেট্রিক সেন্টার থেকে ফোন করে বললো সেইটা আবার পিছায়া গেসে ৩০ নভেম্বর। আমার সাথেই কেন খালি এমন হয় ??? আরো পিছাইলে তো এইবার আর অ্যাপ্লাই করতে পারুম না। এখন একটা হেল্প দরকার।

আমি TOEFL এর রেজিস্ট্রেশন করব। যতদুর জানি বাংলাদেশে ৫টা সেন্টারে TOEFL দেওয়া যায়। প্রোমেট্রিক সেন্টারে আবার দেয়ার ভরসা পাচ্ছি না। এইটাও যদি পিছায়, তাইলে আমি ১ বছরের জন্য অফ। তাই যদি কেউ একটু আইডিয়া দিতেন যে অন্য কোথাও দিলে ভালো হবে কি ? যদি হয় সেটা কোথায়? TOEFL exam এ rush কেমন থাকে ?? আমি যদি আর কোন ভালো অপশন না পাই, তাহলে কালকে প্রোমেট্রিক সেন্টারেই রেজিস্ট্রেশন করে ফেলবো।

কি বলেন ?? তাই ভাইয়াদের কাছে জিগেস করছি, কেউ কি একটু হেল্পাইতে পারবেন ?? এই ব্যাপারে জানলে কাইন্ডলি একটা কমেন্ট কইরেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.