আমাদের কথা খুঁজে নিন

   

গ্রেনেড কার্তুজ ও মুক্তির গান...

আমি ফ্রা ঙ্কে স্টা ই ন......... যেখানে স্বাধীনতার মুক্ত কপোত বারে বারে রক্তাক্ত হয় বন্দিত্বের কঠিন পাথুরে দেয়ালে সেখানে মুক্তির গান গেয়ে উঠে আজন্ম বিপ্লবীর স্বাধীন স্বত্তা। সেখানেই গর্জে উঠে গণ মানুষের স্বাধীকারের চিৎকার। সেই বন্দীশালার দেয়ালেই গড়ে উঠে মুক্তির একান্ত আবাস আমার প্রক্ষেপিত আগ্নিময় গ্রেনেড কথা বলে সাম্য আর স্বাধীনতার। আমার টুটি চেপে ধরা জরা গ্রস্ত পরাধীনতা থেকে মুক্তি চায় আমার অন্তরাত্মা যার মাঝেই বাস করে সেই স্বাধীনতার নিষ্প্রভ সূর্য। সেই সূর্যের আলোকচ্ছটায় আবার আলোকিত হয়ে উঠবে আমার পরাধীন স্বদেশভুমি। আবার মুক্তি পাবে স্বাধীনতার বর্নচ্ছটায় তেজদ্বীপ্ত সেই মুক্ত কপোত। আবার গর্জে উঠবে সেই সুর্য সৈনিকের আজেয় রাইফেল কার্তুজে বারুদের গন্ধ জানান দেবে ছুটে চলা পথের, যে পথ শেষ হয় মানব মুক্তির রুদ্ধ দ্বরে। যার কাছেই আজো দামামা বেজে সাইক্লোন আর যুদ্ধের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.