আমাদের কথা খুঁজে নিন

   

"Somewhere in net Ltd. " কে আন্তরিক অভিনন্দন............

সার্বিক মূল্য বোধের অধীন, মানুষের স্বছ্চতা এবং স্বাধীনতা, আমি অনেক দিন আগে থেকে বল্গ পড়ি, কিন্তু লেখা হয়নি কখনও কেন জানি আজ মনে হল "Somewhere in net Ltd. " কে যদি ধন্যবাদ না জানাই এটা এক অন্য রকম অন্যয়।কারণ আমি দেশের বাহিরে এসে অনুভাব করতে পারতেছি দেশপ্রেম , দেশের প্রতি ভালবাসা কাকে বলে এবং কেমন । এমন এক অসময়ে যেখনও দেশের কথা মনে হয় , সময় এবং নেট ঠিক থাকলে, "www.somewhereinblog.net" লগ ইন করে দেশের আফডেট খবর পড়া যেন এক নিয়মিত সাথী। যেখন বল্গ পড়ি মনে হয়, আমি আামার সে প্রিয় বাংলাদেশে আাছি । প্রিয় "Somewhere in net Ltd. " এর সম্পাদক , সহযোগীদের এবং যে সব বল্গার তাদের সময় , মেধা দিয়ে সত্য, সুন্দর সমাজ গাঠনের প্রচেষ্টায় নি্য়জিত তাদের কে আন্তরিক আভিন্দন.. এককথায়, অনবদ্য এবং অতুলনীয় আপনাদের এ প্রয়াস,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বি : দ্রঃ হয়তবা প্রথম লেখা বলে ,যদি আমার আজান্তে কোন ভূল হয়ে থাকে , তার জন্য আন্তরিক ভাবে দু্ঃখিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।