আমাদের কথা খুঁজে নিন

   

গোয়িং ব্ল্যাকআউট-বার্থ থ্রু জেনোসাইড (অন্ধকারে নিমজ্জন অতঃপর একটি রক্তস্নাত জন্ম) ইভেন্টে সকলকে যোগদানের আহবান

বিনা যুদ্ধে নাহি দিব ছাড়,সূচাগ্র মেদিনীর অধিকার.... । শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ ! গুগলে আজ বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে ডুডল দেয়া হয়েছে আপডেট- আর কিছুক্ষন পরই , ১১.৫৫ মিনিটে সাইট অফলাইনে যাচ্ছে । _______________________________________________ সময়- ২৫শে মার্চ রাত ১১.৫৫ থেকে ২৬শে মার্চ রাত ১২.০০ স্থান- নিজ নিজ বাসা বা ব্যক্তির অবস্থান (একই সময়ে বাংলাদেশ ও প্রবাস) সম্প্রতি ফেসবুকে ২৫ শে মার্চ ১৯৭১ সালের গভীর রাতে সংঘঠিত গনহত্যায় নিহত সকল শহীদ বাঙ্গালির স্মরনে প্রতিকী শোকপ্রকাশ ও ইতিহাস স্মরনের উদ্দেশ্যে চালু করা হয় ইভেন্ট গোয়িং ব্লাক আউট: বার্থ থ্রু জেনোসাইড (অন্ধকারে নিমজ্জন অত:পর একটি রক্তস্নাত জন্ম) । এই ইভেন্টের সাথে একাত্নতা প্রকাশ করে দেড় লক্ষাধিক ব্লগারের বিশ্বের সর্ববৃহৎ বাংলা কম্যুনিটি ব্লগ প্ল্যাটফর্ম সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন ২৫ শে মার্চ রাত ১১.৫৫ থেকে ২৬শে মার্চ রাত ১২ টা পর্যন্ত ৫ মিনিট সময় পুরো সাইট ব্ল্যাকআউটে (অফলাইনে) নিয়ে যাবার । একইসাথে এই ইভেন্টের সাথে একাত্মতা প্রকাশ করেছেন আমার ব্লগ , চতুর্মাত্রিক ব্লগ , আমরাবন্ধু ব্লগ , ইস্টিশন ব্লগ , নাগরিক ব্লগ সহ অনেক ফেসবুক পেইজ এবং অনলাইন রেডিও স্টেশন ।

অনলাইনে বাংলা ব্লগিং-এর এই সকল প্ল্যাটফর্মকে আমরা জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা । ২৫ শে মার্চ, ১৯৭১. রাতের আধারে নেমে আসে হিংস্র হানাদার বাহিনী। ঘটে ইতিহাসের জঘন্যতম গনহত্যা। আমরা স্মরন করতে চাই সেই সকল নিহত দের। আমাদের হৃদয়ের অন্ত:স্থল থেকে তাদের প্রতি আমাদের সম্মান জানাতে চাই।

২৫ শে মার্চ আমরা ৫ মিনিট ব্লাকআউট করবো। ঘরের সকল আলো নিভিয়ে দেব। নিজেদের প্রোফাইল পিকচার কালো করে দেব। সামনে থাকা কম্পিউটার/ল্যাপটপ বন্ধ করে দেব। ৫ টি মিনিট কাটাবো আমরা অন্ধকারে, নিহতের প্রতি সম্মানার্থে।

ফেসবুক থেকে বাংলাদেশের ইউজাররা ৫ মিনিট সব ধরনের কর্মকান্ড,লাইক দেয়া স্ট্যাটাস দেয়া বন্ধ করে রাখুন ,৫ টি মিনিট সব অন্ধকার করে দিন , ভাবুন আপনার পূর্বসুরীর কথা ___ যারা আজ থেকে ৪২ বছর আগে এই রাতে কতটা অসহায় হয়ে পড়েছিলেন , খুনের শিক্ষায় প্রশিক্ষিত এক খুনী সেনাবাহীনীর বিরুদ্ধে অন্ধকারে ডুবেই স্বাধীন হবার আকাঙ্খা চেপে যুদ্ধে যাবার প্রস্তুতি নিয়েছেন দাঁতে দাঁত চেপে ....আসুন আমাদের পূর্বসুরীদের স্মরনে ৫ টি মিনিট অন্ধকার করে দিই বাংলাদেশ । মনে করিয়ে দিন বিশ্ব কে সেই গনহত্যার কথা, যা আজও আমরা ভুলিনি। মনে করিয়ে দিন সেই জেনোসাইডের কথা যার জন্য আজও ক্ষমাপ্রার্থনা করে নি পাকিস্তান আমাদের কাছে। কর্মসূচীঃ -বাসার/অফিসের যেকোনো বাতি নিভিয়ে দিন ৫ মিনিটের জন্য। -বন্ধ রাখুন কম্পিউটারের মনিটর ।

-বন্ধ রাখুন ফেসবুকিং সহ সকল ব্রাউজিং । -কালো করে দিন আপনার প্রোফাইলে ব্যবহৃত ছবি । আমরা স্মরন করিয়ে দিচ্ছি আজ থেকে ঠিক ৪২ বছর আগে .....অনিশ্চিত ভবিষ্যত মাথার উপর নিয়ে ঘুমাতে যাবার প্রস্তুতি নিচ্ছে বাঙ্গালীরা । সন্তানকে ঘুম পাড়িয়ে বাবা-মা চিন্তিত , সন্তান ঘুমিয়ে আছে বাবা-মা'র সুনিশ্চিত নিরাপত্তার প্রতিশ্রুতিতে। ঘুমিয়ে ছিল বাঙ্গালি ..... আর স্বাধীনতাকামী লক্ষ জনতাকে হত্যার উদ্দেশ্যে রাস্তায় নামতে যাওয়া পাকিস্তানী সেনাবাহিনী তখন ব্যস্ত শেষবারের মতন এম্যুনিশন চেক করতে ।

নির্বিচারে মরতে লাগলো বাঙ্গালী .....মানুষ ....শিশু .... ডিউটি থেকে ফেরা পুলিশ ....রাস্তার পাগল ... বিশ্ববিদ্যালয়ের ছাত্র... অধ্যাপক .....প্রতিমার আড়ালে লুকিয়ে থাকা হিন্দু .... কুর'আন শরীফ আঁকড়ে বসে থাকা মুসলিম .... বুলেট আর বেয়োনেট বিদ্ধ হতে থাকলো বাঙ্গালি । অন্ধকার রাতকে আলোকিত করতে থাকলো রাইফেলের মাজল থেকে ঝলকে ওঠা স্ফুলিঙ্গ । আর রক্তাক্ত হতে থাকলো মানবতা । থেমে থাকেনি বাঙ্গালি .... রাতের আঁধারে ঝাঁপিয়ে পড়া রক্তলোলুপ পাকিস্তানী সেনাদের সমুচিত জবাব দেয়া শুরু করলো 'বিচ্ছু'রা ....সেই রাত থেকেই শুরু সেই প্রতিরোধের গল্পের । পাকিস্তানী 'মোছুয়া'দের নিশ্চিহ্ন করার সেই গল্পের শেষ হয় একটি নামে ।

স্বাধীন বাংলাদেশ । মরেছে লক্ষ লক্ষ বিচ্ছু । জন্ম দিয়েছে এই দেশের । সেই সব শহীদ হওয়া মানুষগুলোর স্মরনে , ২৫ শে মার্চের গনহত্যা ও ইতিহাস সবাইকে জানাবার উদ্দেশ্যে আজ আমরা ৫ মিনিটের জন্য রাত ১১.৫৫ মিনিটে অন্ধকার করে দিতে যাচ্ছি বাংলাদেশ , নিভিয়ে দিচ্ছি বাসার সকল বাতি , বন্ধ করতে যাচ্ছি সকল ধরনের অনলাইন কর্মকান্ড এবং সারা দিনের জন্য কালো করে রাখছি প্রোফাইল ছবি । প্রতিকী এই শোক প্রকাশ ও স্মরন কর্মসুচীতে যুক্ত হয়েছেন দেশ ও বিদেশে ছড়িয়ে থাকা বাঙ্গালীরা ।

ইভেন্ট ওয়ালে প্রকাশ করা হয়েছে সেই সময়কার ইতিহাস । আজ ৪২ বছর পর আমরা ফেসবুকে লিখছি একটি নাম - বাংলাদেশ । গর্বিতস্বরে উচ্চারন করছি - আমি বাংলাদেশি । গর্জন করে উঠছি - বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটি চার ছয়ের সাথে , প্রতিটি উইকেট নেয়ার সাথে । এরকম অনেক কিছুর সাথে জড়িয়ে রাখছি 'বাংলাদেশ' নামটি ।

অথচ এই দেশের জন্মের কিছুক্ষন আগের গনহত্যাময় অন্ধকার রাতটি কি আমরা স্মরন করবো না ? যেই অন্ধকার ভেদ করে ২৬ শে মার্চ জন্ম নিলো বাংলাদেশ নামের রাষ্ট্রটি , সেই অন্ধকারের সময়ের শহীদদের কথা কি আমরা জানবো না ? সেই ইতিহাসটি কি ভুলে যাবো ? কখনোই না । যুক্ত হোন সবাই এই কর্মসুচীতে । আসুন ফিরে দেখি সেই ইতিহাসকে । রাত ১১.৫৫ থেকে ১২ টা পর্যন্ত ৫ মিনিটের এই কর্মকান্ডে যুক্ত হোন সবাই ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।