আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল প্রেম ! অতঃপর--- তারপর ধরা ! ফলাফল কি ? মে জাতি সাবধান !

কক্সবাজার সদর উপজেলার টেকপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে সুলতানা রাজিয়া দুই বছর ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক জাহিদ হোসেনের (৩৫) সঙ্গে প্রেম ছিল। মোবাইল ফোনের ক্রস কানেকশনের মাধ্যমে তাদের পরিচয় হয়। এ পরিচয়ের মাধ্যমে প্রায়ই মোবাইলের মাধ্যমে তাদের কথা হয়। দু’জন দু’জনকে ভালবেসে ফেলে। আস্তে আস্তে তা গড়িয়ে যায় ঘনিষ্ঠ হওয়ার দিকে।

এরই মধ্যে ওদের দু’বছর চলে গেছে। একে অপরকে পাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে ওঠে। গত ১৯শে অক্টোবর প্রেমিকা সুলতানা রাজিয়ার সঙ্গে দেখা করার জন্য কক্সবাজারে যায় জাহিদ। এসময় একজন আরেকজনের সঙ্গে দেখা শুনার পর তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়ে উঠে। এসময় প্রেমিক জাহিদ অবিবাহিত বলে দুইজনের মধ্যে বিয়ের কাজটি শেষ করার সিদ্ধান্ত নেয়।

সুলতানা রাজিয়া প্রেমিক জাহিদ হোসেনের হাত ধরে ওই দিন কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে এক আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাত্রি যাপন করে। পরের দিন তারা দু’জনে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের চৌকিদার বাড়িতে জাহিদ হোসেনের এক আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠে। এসময় জাহিদের আত্নীয়-স্বজন জাহিদ যে বিবাহিত এবং তিন সন্তানের জনক এই কথাটি বলার সঙ্গে সঙ্গে সুলতানা রাজিয়া চিৎকার শুরু করে। পরে এলাকার লোকজনের কাছে প্রেমিকা সুলতানা ঘটনাটি বিস্তারিত জানায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ সুলতানা রাজিয়ার অভিভাবকদের এনে তাকে ওদের হাতে তুলে দেয়। নিরুপায় রাজিয়া তার বাবার সঙ্গে কক্সবাজারে ফিরে যায়। পুলিশ জাহিদকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.