আমাদের কথা খুঁজে নিন

   

ইভিএম - - - - - - আধুনিক, দ্রুত ও সহজ

ইভিএম ব্যবহারকারী ভোটারদের সরল স্বীকারোক্তি মাহবুব হাসান, নারায়ণগঞ্জ থেকে ফিরে: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিয়ে নানা আপত্তি-আশঙ্কা উড়িয়ে দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) ভোটাররা বলেছেন, এটি সহজ, দ্রুত এবং আধুনিক। তবে অনেকে প্রক্রিয়া বুঝতে না পারায় এই পদ্ধতিতে ভোট দিতে গিয়ে একটু বিপাকে পড়েন। এনসিসি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া ৯টি কেন্দ্র ঘুরে ভোটার, পোলিং এজেন্ট এবং প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে এ ধরনের তথ্যই পাওয়া গেছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এবার ৯টি ওয়ার্ডের ৫৮টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে। তার মধ্যে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মহিলা ভোটাররা এই পদ্ধতিতে ভোট দিতে গিয়ে বেশি বিপাকে পড়েন।

এখানে অনেক নারী ভোটারের এ পদ্ধতিতে ভোট দিতে সময় বেশি লেগেছে। আবার দুটি কাউন্সিলর ও একটি মেয়রকে ভোট দেওয়ার জন্য তিনটি মেশিন থাকলেও ভোট দিতে গিয়ে অনেকে একটি মেশিনেই তিনটি ভোট দেওয়ার চেষ্টা করায় জটিলতা তৈরি হয়। ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ ফারুকুল ইসলামের মতে, ওই কেন্দ্রের অধিকাংশ নারী ভোটার অশিক্ষিত হওয়ায় বার বার বুঝিয়ে দেওয়ার পরও তারা বিপাকে পড়েন। ওই কেন্দ্রে ভোট দেওয়া সুরভি দাসের কাছে এ পদ্ধতি সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন, সুবিধাজনক, দ্রুত এবং খুব সহজে ভোট দেওয়া যায়। আরেক ভোটার গোলাম মুর্তজা লিমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভেরি নাইস’।

‘যদি সফটওয়্যারের মাধ্যমে কেউ হ্যাকিং না করে তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা দেখছি না’। মর্গান বালিকা বিদ্যালয়ের ভোটার আলহাজ সাহারা বেগমের কাছে ইভিএম সম্বন্ধে মতামত চাইলে তিনিও বলেন, এ পদ্ধতি খুব সহজ। তবে রূপা দাস নামে একজন অভিযোগ করেন, তিনটি মেশিনে তাকে সুইস টিপতে বলা হয়, তিনটিতে টেপেনও কিন্তু দুটিতে বাতি জ্বলেছে, আরেকটিতে জ্বলেনি। শিশুবাগ স্কুলের ভোটার মানিক সরকার এ পদ্ধতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ব্যক্তির কথা শুনে ভয়ে ছিলেন কিন্তু ভোট দিতে গিয়ে ভয় নয় বরং মজাই পেয়েছেন। কোনো ঝামেলা নেই, খুব সহজে কম সময়ে ভোট দেওয়া যায়।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সৈয়দ মুহাম্মদ আবদুল্লাহ এ প্রতিবেদককে বলেন, একই মেশিনে একাধিক ভোট দিতে গিয়ে তার কেন্দ্রে দু’একজন জটিলতায় পড়েছেন, এছাড়া আর কোনো সমস্যা হয়নি। শীতলক্ষ্যা প্রাথমিক বিদ্যালয়ের বয়োবৃদ্ধ ভোটার আফাজ উদ্দিন ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে রীতিমতো অভিভূত। তিনি বলেন, যেবার প্রথম ভোট দিয়েছেন তখন অনেক ঝামেলা ছিল কিন্তু এবার খুব সহজে ভোট দিয়েছেন। মেশিন টিপলে ভোট হয়ে যায় এটা কোনোদিন ভাবতেই পারিনি। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.