আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসীর চিঠিঃ টু --- নারায়ণগঞ্জবাসী (2)

স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন! প্রিয় নারায়ণগঞ্জবাসী, সুপ্রভাত!! সুদুর প্রবাসে থেকেও অনুভব করতে পারছি, আজ সকালটা আপনাদের জন্য অন্যরকম একটা সকাল। দেশ বিদেশের লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশী আপনাদের এই আনন্দে সামিল। প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন! গত ২৮ শে অক্টোবর একটা চিঠি লিখেছিলাম; একজন সৎ মানুষকে নির্বাচিত করার এবং কোন সন্ত্রাসী / দুর্নীতিবাজকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। কোন প্রার্থীর নাম উল্লেখ না করলেও আমার মনে হয় আপনারা সঠিক মানুষটাকেই নির্বাচিত করেছেন। ঐ চিঠিতে লিখেছিলাম এটা নিছক একটা সিটি কর্পোরেশন নির্বাচন নয়, এটি সন্ত্রাসী + দুর্নীতিবাজদের বিরুদ্ধে সৎ রাজনীতির বেচে থাকার শেষ মুহূর্তের চেষ্টা।

শেষ মুহূর্তের চেষ্টা বলেছি এই কারনে যে আমরা মনে হয় ভুলতেই বসেছিলাম যে দেশের অধিকংশ মানুষ এখনও সত্যের ও শান্তির পথে। অপার সম্ভাবনার একটা রাষ্ট্র শুধু সঠিক লিডারশীপের অভাবে ক্রমস্য ব্যর্থ রাষ্টে পরিণত হয়ে যাচ্ছে – এটা শুধু চেয়ে চেয়ে দেখা আর মাথা চাপড়ানো ছাড়া অধিকংশ সময় আমাদের কিছু করার থাকে না। বিদেশে এসে অন্যদের সাথে তুলনা করে এই উপলব্ধি আরো প্রবল হয়েছে। আপনারা সত্যটাকে জাগিয়ে তুলেছেন, মানুষের মনে আশা জাগিয়ে তুলেছেন, এখনও সব শেষ হয়ে যায়নি, সৎ এবং যোগ্য লোক পেলে জনতা যে ভুল করে না সেটা আপনারা প্রমান করেছেন। আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা! প্রিয় আইভি আপা, অভিনন্দন! নারায়ণগঞ্জের মানুষ তাদের দায়িক্ত সঠিক ভাবে পালন করেছে, এবার আপনার পালা।

ভোট বিপ্লবের মাধ্যেমে বিজয়ী হয়েছেন তাই আপনার উপর দায়িক্তও অনেক বেড়ে গেছে। কিছুদিন আগে আপনার দলকেও জনগন এভাবে ভোট বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু তাঁরা জনগনের সেই আশা পুরনে অনেকাংশে ব্যর্থ হয়েছে। আপনাকে ব্যর্থ হওয়া চলবে না, কারণ আপনি কোন দলের মেয়র নন, দল আপনাকে সমর্থন দেয়নি, জনগন আপনাকে সমর্থন দিয়েছে, আপনি নারায়ণগঞ্জবাসীর মেয়র। আপনার দিকে দেশ বিদেশের কোটি কোটি মানুষ চেয়ে আছে, আপনাকে ব্যর্থ হওয়া চলবে না। নারায়ণগঞ্জ দিয়ে শুরু হোক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের বাস্তবায়ন! জনতা একজন যোগ্য ও ভাল মানুষ নির্বাচিত করে তাদের দায়িক্ত পালন করেছে, এখন আপনি প্রমান করুন যে সঠিক লোক নির্বাচিত করলে তাদের ভাগ্যের উন্নয়ন হয়।

এই লেনদেনটা আমাদের জন্য খুব প্রয়োজন। আমাদের বিশ্বাস আপনি সেটা পারবেন! সৃষ্টিকর্তা আপনার সহায় হোন!!! আপনাকে এবং সকল নারায়ণগঞ্জবাসীকে আবারও অভিনন্দন! জনৈক প্রবাসী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।