আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসীর চিঠিঃ টু --- নারায়ণগঞ্জবাসী

স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন! প্রিয় নারায়ণগঞ্জবাসী, শুভেচ্ছা নিবেন। আর মাত্র ২ দিন বাকি, লক্ষ লক্ষ বাংলাদেশী প্রবাসী আপনাদের দিকে চেয়ে আছে। আসন্ন নির্বচন নিছক একটা সিটি কর্পোরেশন নয়, এটি সন্ত্রাসী + দুর্নীতিবাজদের বিরুদ্ধে সৎ রাজনীতির বেচে থাকার শেষ মুহূর্তের চেষ্টা। এই নির্বচনের ফলাফল বলে দিবে নারায়ণগঞ্জবাসী তথা বাংলাদেশের জনগন সন্ত্রাসী-দুর্নীতিবাজদের কাছে নিগৃহীত হতে পছন্দ কওরে নাকি সুস্থ সুন্দর জীবন জাপন পছন্দ করে। আমি নিজে নারায়ঙ্গঞ্জবাসী নয়, প্রাথীদের সম্পর্কে তেমন কিছুই জানি না।

তাই কারো পক্ষে দালালী করতে আসিনি। আপনারা নিশ্চয় প্রার্থীদের সম্পর্কে খুব ভাল করে জানেন, আপনারাই নির্বচন করুন আপনাদের নতুন রুপের এই প্রিয় নগরী কার হাতে তুলে দিবেন। শুধু অনুরোধ--- নিজের বিবেককে প্রশ্ন করুন, অপেক্ষাকৃত সৎ মানুষকে নির্বাচিত করুন; কোন সন্ত্রাসী দুর্নীতিবাজের হাতে আপনাদের ভবিষ্যৎ তুলে দিবেন না। নিজেদের ভবিষ্যৎ নষ্ট করবেন না, দেশের মানুষের কাছে ভুল বার্তা দিবেন না। এখন ভুল করে পরে কপাল চাপড়ালে কোন লাভ হবে না।

দেশের সব দুর্গতির জন্য রাজনীতিবীদদের দোষ দিয়ে আমরা আমাদের কর্তব্য শেষ করি। কিন্তু ভুলে যাই এদের হাতে দেশের দায়িক্ত আমরাই দিয়েছি। আমড়া গাছ রোপন করে আম ফল আশা করা হাস্যকর। ভাল রাজনিতিবিদ নির্বচন করুন, দেশটাকে বসবাসের অযোগ্য হওয়ার হাত থেকে রক্ষা করূন। একজন ভাল মানুষ কে নির্বাচিত করে আপনারা প্রমান করুন দেশের অধিকংশ মানুষ এখনও শান্তির পথে, সত্যের পথে।

আপনাদের জন্য শুভকামনা! জনৈক প্রবাসী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।