আমাদের কথা খুঁজে নিন

   

কাকতালিয়র চূড়ান্ত সীমানায়

৫ মাস আগে একটা কোচিং শুরু করলাম। আসি যাই,মন না চাইলে যাই না, মনযোগ দিয়ে পড়াশুনা করি তো করি না, ক্লাশে একদম মাথা নিচু করে থাকি, কারো দিকে তাকাইও না, কাউকে চিনিও না। এভাবেই চলছিলো ৩-৪ মাস। পরে একদিন এক নতুন স্যার পরিচয় পর্ব শুরু করলেন। এবার একটু মাথা তুলে দেখার ইচ্ছে হলো কে কোথা থেকে এসেছে তা দেখেতে।

একে একে দেখতে লাগলাম। হঠাত এক মেয়ের দিকে চোখ আটকে গেলো। এমন অভাবনীয় সুন্দরী চোখ না আটকে পারেই না, আমার কি দোষ বলেন। ব্যপারটা সেটা না। ব্যাপার হলো তাকে আমার লাগলো একটু চেনা চেনা।

প্রথম কাকতালীয়- কোথায় জেনো দেখেছি তার ১ সপ্তাহ পরের কথা, সচরাচর ফেসবুকের (পিপল ইউ মে নো) অপশন এ কখনোই যাই না। হঠাত একটা ছবি দেখে সেটা বড় করলাম। কাকতালীয় ২- ওই মেয়েটা ই , আমি ৯৮ ভাগ শিউর। নাম ধাম সবই দেখলাম, সবই মিলে গেলো। কিন্তু সে (পিপল ইউ মে নো) অপশনে আসলো ক্যামনে ? কাকতালীয় ৩- তার আর আমার একখানা মিউচুয়াল ফ্রেন্ড যার সাথে কি না আমার পরিচয় ১০ মিনিটের, তাও আবার ডেল এর একটা সার্ভিস সেন্টারে সার্ভিসিং করাতে গিয়ে।

তো এবার তাকে জিজ্ঞেস করলাম এই এই ব্যাপার। ইতরামী মূলক একটা হাসি মেরে সে বলল, ডি ইউ র ছাত্রী, বাবা এঢাকার অতি সম্ভ্রান্ত একটা কলেজের প্রিন্সিপাল ইত্যাদি ইত্যাদি। ঘাগু পাবলিক আর কোন মিস নাই কোচিং এ, ডেইলী ১ ঘন্টা আগে গিয়া বসে থাকি বাইরে। সে যেখানে বসে তার আশে পাশেই বসি। শত হলেও ক্লাশে মনযোগ তো দিতে হবে তাই না।

দূরে বসলে ক্যামনে মনযোগ দিবো? হায় হায় ৩-৪ দিন পরে থেকে এবার আর সে ই আসে না। কোচিং শেষ হতে মিনিমাম আরো ৫-৬ মাস বাকি, এখনি এই অবস্থা ? তাহলে আমার কি হবে ? ভয়ংকর আরেকটা খবর পেলাম। উনি এখন দূর্দান্ত প্রেমে মত্ত তাতে কি, পরাজয়ে ডরে না ক বীর। সেই কবে এড রিকোয়েস্ট পাঠানোর পরেও এখনো আমাকে তিনি ঝুলিয়ে রেখেছেন। তাহার প্রফাইলখানা সম্পূর্ন রূপে লক থাকলেও অন্তত প্রফাইল পিকচারখানা তো দেখা যায়, ওটাই দেখি।

অবশ্য এতোমদ্ধে আমার সেই দোস্ত তাহার বৈশাখের কিছু এক্সক্লুসিভ ফটো আমায় দিয়েছে। আসলে ওগুলা দেখেই আমি শেষ তাহার ফোন নাম্বার ও আমি জোগাড় করেছি, কিন্তু ফোন করার মত হিম্মত আমার নাইরে ভাই। কি আর করবো এখন, কোচিং ই ভরসা। আর কোচিং, আর মনযোগ, আর পড়াশুনা, আর বি সি এস ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.