আমাদের কথা খুঁজে নিন

   

মধ্য রাতের কৌতুকঃ কেউ কি জানেন তৃতীয় পদ্মা সেতু বাংলাদেশের কোথায় হবে??

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়। " আল ইমরান,আয়াত ১৮৫ প্রথম আলোতে একটু আগে এই খবরটি পড়লামঃ দ্বিতীয় পদ্মা সেতু হবে পিপিপিতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দ অবস্থানে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নূরুল করিম এ কথা জানান। তিনি জানান, সভায় পিপিপির মাধ্যমে আরও দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়ন এবং মংলা বন্দরে অসম্পূর্ণ দুটি জেটির উন্নয়ন। দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়ে নুরুল করিম আরও বলেন, নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তরের (বিওওটি) ভিত্তিতে এই সেতু প্রকল্প বাস্তবায়িত হবে।

তবে এর দরপত্র আহ্বান বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১২১ কোটি মার্কিন ডলার। ২০০৯ সালে পরিকল্পনা মন্ত্রণালয় প্রথম এই সেতু নির্মাণের প্রস্তাব করে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা কমিটিতে ২০১০ সালেই একবার এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সূত্র আরও জানায়, প্রস্তাবে বলা হয়েছে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ, যশোর ও মাদারীপুর জেলার অধিবাসীরা উপকৃত হবে।

রাজধানীসহ অন্য এলাকার সঙ্গে এই জেলাগুলোর যোগাযোগব্যবস্থা সহজতর হবে। ভাই, কেউ কি জানেন, তৃতীয় বা চতুর্থ পদ্মা সেতু বাংলাদেশের কোথায় এবং কি পদ্ধতিতে হবে?? বিচিত্র এই দেশ !!! ওই প্রতিবেদনটিতে মন্তব্যকারী পাঠকদের মন্তব্যগুলোও সেই রকম ! প্রথম মন্তব্যকারী বলছেন, "তার মানে প্রথম পদ্মা সেতু তৈরী হবে না, সেজন্য দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা শুরু হয়েছে ! " আরেক পাঠকের মন্তব্য, "বাপরে বাপ । এটারই খবর নাই আবার আরাকটা !" সেই রকম বিনোদন ভাইরে !! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।