আমাদের কথা খুঁজে নিন

   

বেগুনী শাড়িওয়ালি, একটি ফেসবুকীয় পেরেমপত্র এবং অতঃপর

এইসব ভালো লাগে... প্রিয় অপরিচিতাসু, আসলে কি লিখবো, কি লেখা উচিত বুঝতেছিনা। জীবনে কখনো কোনো মেয়েকে প্রেমপত্র লিখিনি। লেখার ইচ্ছে হতো খুব। কিন্তু সুযোগ মেলেনি। তোমাকে দেখার পর কি যে একটা অনুভুতি হলো বোঝাতে পারবোনা।

এই বুড়ো বয়সে এসে তাই কখনো না করা কাজটা সেরেই ফেললাম। আসলে কি জানো ভালোবাসা বোধহয় এমনই হয়। একটা কেমন যেনো অনুভুতির নাম। স্ট্রিক্ট লজিকে যাবে তো ভালোবাসা ফালতু, একটু সেন্টিমেন্টাল হও তো এর চে দারুন আর কিছু হতে পারেনা। কিন্তু তাই বলে কি ভালোবাসা ছাড়া আমরা এক মুহুর্ত চলতে পারি বলো? বাবা, মা, ভাই, বোন, কাজিন, বন্ধুরা, বান্ধবীরা সবাই তো আমাদের ভালোবাসার মানুষ।

কিন্তু তারপরো এমন কাউকে দরকার হয় যার সাথে সারাজীবন থাকা যায়... শেয়ার করা যায়...আব্দার করা যায়...রাগ করা যায়...অভিমান করা যায়... পাগলামি করা যায়... ঝুম বৃষ্টিতে ভেজা যায়... অলস দিনগুলোতে তার হাতের রান্না খাওয়া যায়...ক্যাণ্ডেল লাইট ডিনার করা যায়...জ্যোস্না ভেজা হওয়া যায়...সুন্দর রোমান্টিক গানের সাথে গুণগুণ করে গাওয়া-নাচা যায়... সাগর কিনারে হেঁটে যাওয়া যায় হাতে হাত রেখে...বলা যায় সারাজীবন এভাবে থেকো...ভালোবেসো... কিন্তু হায়! সত্যিকারের করে ভালোবাসবার মতো একটা মানুষ পাচ্ছিনা এ জীবনে, খুব ভাবতাম কেউ হয়তো আছে আমার সোলমেট, যে আমাকে খুব ভালোবাসবে, খুব চাইবে, তার জন্য জান দেওয়ার মতো কাজ করতে পিছপা হবো না, কিন্তু বহু ঘুরে আমি শুধু হতাশ আর হতাশ। হাল ছেড়ে দেওয়া মাঝি যখন আমি তখনই সুষম তোমার কথা বললো। তোমাকে দেখে মনে হলো খুব আপন। একটু ডিফারেন্ট। বাঁচার সাধ জাগলো বড্ড।

হয়তো তোমার চোখের গভীরে ডুবেই এই আমি ভেসে উঠবো। ফেসবুকে একটা পোস্টে দেখলাম তোমার তুমি লিখেছ যারা ট্রু লাভ পেয়েও হারায় তারা করুনা পাওয়ার যোগ্য না। কখগঃ “ Bt oneke emon unlucky o ase jara erokom true love peyeo harai.. Tara koruna paoar o joggo na.. June 2 at 3:17pm via mobile • Unlike • 5 people” যদি আমি হই সেই ট্রু লাভ??? যদি জানবার কোনো চেষ্টা ছাড়াই হারিয়ে ফেলি দুজন দুজনকে??? করুনার পাওয়ার যোগ্য হব কি??? আর বেশি কিছু বলবো না। সিদ্ধান্ত তোমার হে নারী... আমি অপেক্ষায় থাকলাম উত্তরের... ইতি এমন-একজন-যে-তোমার-খুব-আপন-ও-আপনার-হতে-চাইছে আল্লাহ তোমার মঙ্গল করুন। পরিশিষ্টঃ আমার বদ বান্ধবীটা যখন বলল দোস্ত প্রেম করবি? খালি আছে লেগে যা! তখন লম্ফ দিয়ে উঠলাম।

বেগুনি শাড়িওয়ালির ছবি দেখালে তো পুরাই হুস হারাইয়া ফেলি আর কি। এই প্রেমপত্রটি বান্ধবীরে কইলাম ফেসবুকে ফরোয়ার্ড করতে। করলোও। কিন্তু মেয়ের উত্তরঃ "সুষম তোকে অর চামচামি করতে হবে না। খামচি খাবি!" হায় প্রেম তুমি কর্পূর! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।