আমাদের কথা খুঁজে নিন

   

বেগুনী ফুলের রাষ্ট্রে



বেগুনী ফুলের রাষ্ট্রে ................................................... বেগুনী ফুলের সঙ্গে দেখা। পচা, মজা ডোবা ও পঙ্কের পাশে নির্দ্বিধায় ফুটে আছো আকাশের সাথে। এ আমার পথ কি না প্রশ্ন করোনি। তুমি যে রকম। দেখা হল- এর চেয়ে স্বাভাবিক আর কী হতে পারে বল? সেই সব গ্রীষ্মের দিন, শত শত হলুদের ফুল, তার সাথে গোল্লাছুট খেলা - কে তার আয়োজন করে- এ সব প্রশ্নের সাথে বেগুনী ও সাদা, মিলেমিশে একাকার বোধ হল। ধুপ্ করে চোখে পড়া এই সেই ফুল -রঙের সীমানা ছেড়ে রঙ ছুটে যায়। তোমার সীমানা ছেড়ে তুমি। বেগুনি ফুলের রাষ্ট্রে এইসব ঘটে চলেছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।