আমাদের কথা খুঁজে নিন

   

শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড সবচেয়ে বেশী মানবিক।

প্রথমত আমি খুবই বন্ধুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের পাশাপাশি টু্রিজমের উপর কাজ করার ইচ্ছা আছে আমার। এ ব্যাপারে কেউ সাহায্য করলে চির কৃতার্থ থাকব। http://www.facebook.com/saintmartinbangladesh আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, জুলুম করেননি। শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড সবচেয়ে বেশী মানবিক।

কারন এই শিরশ্ছেদের সাথে সাথে ব্রেইনের সাথে অপরাধীর শরীরের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ব্যথা অনুভব করতে ব্রেইনের দরকার হয় আর এই নিয়মে যেহেতেু ব্রেইনের সাথে তার শরীরের কানেকশন থাকে না সেহেতু অপরাধী ব্যাথা/কষ্ট পাবার সুযোগেই পায় না। পক্ষান্তরে প্রচলিত ফাসী অত্যন্ত কষ্টকর, একটু দম বন্ধ করে দেখুন কেমন লাগে ! *খুনী অপরাধী সে আরও কিছুদিন বেচে থাকলে হয়ত আরো অনেক লোককে হত্যা করত। সুতরাং তার মৃত্যুর মাধ্যমে আমাদের সমাজের আরো কিছু মানুষের জীবন বেচে গেল। *এভাবে শাস্তি কেউ স্বচক্ষে প্রত্যক্ষ করলে তারা পরিণতির কথা ভেবে কখনো কাউকে খুন করার সাহস পাবে না।

বেচে গেল আরো কিছু জীবন। "হে জ্ঞানীগণ! এভাবে হত্যার বদলে হত্যার মাঝে তোমাদের জন্য নিহিত আছে জীবন- সুরা বাকারাহ। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।