আমাদের কথা খুঁজে নিন

   

চুলকানি ও ছাগল / কৌতুক

একটা মজার কৌতুক ******** দাত থাকলে হাইসেন না এক মুসলমান আর এক হিন্ধু দুনাতে খুব ভাল বন্ধু তো গল্প করতে করতে তারা এল এক পাড়াগাঁয়ে হিন্দু লোকটি একটা তুলসি গাছের নিকটে ভক্তি দিল মুসলমান বন্ধু টি জিজ্ঞাস করল হে বন্ধু গাছের নিকট ভক্তি কেন । হিন্দু জবাব দিল , এটা তুলসি গাছ আমাদের দেবতা মুসলমান বন্ধু টি তুলসি গাছের পাতা ছিরে উড়ুর মাঝে ঘষতে লাগল এবং বলল তোদের দেবতা কে আমি পরখ করে দেখলাম তেজ নাই বরং আমাদের দেবতার সাগ্রেদের অনেক ত্যাজ । একটু সামনে গিয়ে মুসলমান বন্ধুটি চুলকানি আসে এমন একটি গাছের নিকট ভক্তি দিয়ে বসল হিন্দু , সেও তার মত পাতা ছিরে উড়ুর মাঝে ঘষতে লাগল , এবার চুলকানি আরম্ভ হল , আর থামেনা । এবার বাধ্য হয়ে সে চিৎকার দিয়ে কহে টিক বলেছ দুস্ত তোমাদের দেবতার সাগ্রেদ মহা তেজি এই যে চুলকালাম অনেক আর শেষ হয়না । ।

এক ডাক্তার আর চক্ষু রোগী । । ***** ডাক্তার , চিকিৎসা করে রোগীর চক্ষু খুলে অয়াস করে জানালার দ্বারে রাখল , এক কাক এসে চোখটি থাবা দিয়ে নিয়ে গেল । ডাক্তার একটা ছাগল জবাই করে , ছাগলের চোখ এনে রোগীর চোখে লাগিয়ে দিল । ।

কিছুদিন বিশ্রাম নিয়ে আবার লোকটি ডাক্তারের নিকট এলে ডাক্তার জিজ্ঞাসে কি হে বাবু এখন ক্যামন দেখতে পাও রোগী , স্যার ডান চোখে ভাল দেখতে পাই কিন্তু বাম চক্ষু মাঝে মাঝে কাঁটাল পাতার দিকে বেশি বেশি নজর খাঁড়ে । । কারও জীবনে এসব ঘটে থাকলে লেখক দায়ি নয় । ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।