আমাদের কথা খুঁজে নিন

   

নীলাভ

'-' হলদে কাগজে আঁকি ঝাপসা ঝোড়ো হাওয়া, মেঘের ছায়ায় তখন রোদের ক্ষয়ে যাওয়া। শ্রাবণধারায় শুকোয় ক্লান্ত আমার দেহ, একাকী আমিতে যখন নেই আর কেহ। ধুলোর পথে ছুটে জলের অনুভুতি, শুন্য চোখে ঢেউ খেলে এলোমেলো বিরতি। স্বচ্ছ কাঁচে আকা স্বপ্নের মায়াজাল, পায়ের শব্দের ভীড়ে কল্পনায় উড়াল। আজ দুপুড়ে যখন সন্ধ্যার আগমন, রাত আসতে বাকী হয়তো কিছুক্ষণ। জলের ফোঁটা হারায় জোনাকীর আলোকে, সিক্ত আঁধারে হারাই তোর আমাকে। তুই আজও কী র’বি নীলাভ কুয়াশায় একা, চার দেয়ালের মাঝে সবুজ নক্ষত্র দেখা। নাকি হারাবি আমার সাথে শেষরাতের দিকে, ক্ষণিকের মেঘের রাত যখন নির্জনতায় ফিকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।