আমাদের কথা খুঁজে নিন

   

নীলাভ কাব্য



নীলাভ কাব্য আমার কবিতা বিরহ আঘাতে বেদনার নীলে বাঁচে ছন্দে শব্দে নীলাকাশ গড়ি নীলিমার নীল আঁচে। অতীতের নীল ছুঁড়ে ফেলে দূরে স্বপ্নের নীল ছুঁয়ে নীল রঙা সুখ ধরা দ্যায় ঠিকই দুঃখের নীলে ধুয়ে। নীল পাখা মেলে প্রজাপতি গুলো নীলাকাশ নীলে ঢাকে বালিকারা নীল ওড়না উড়ায়ে নীল প্রেম চোখে আঁকে। নীল জোস্নায় মূক হোয়ে বসে নীল ধ্রুবতারা মেখে স্বপ্নে বিভোর নীলাকাশে উড়ি নীল চোখে চোখ রেখে। ঘৃণা নীলে মন অসহায় খুব করুণার নীল মিশে ভালবাসা সুখ ধুলায় লুটায় স্বার্থের নীল বিষে। চেতনার নীলে হাতেখড়ি দিয়ে স্বপ্নেই কাঁপে বোধ সত্যের নীলে বেঁচে রবে ঠিকই বিপ্লব প্রতেশোধ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।