আমাদের কথা খুঁজে নিন

   

[sbড্রাইভার মুঠোফোনে কথা বলতে বলতে বাস খাদে, দুজন নিহত

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" মুঠোফোনে কথা বলতে বলতে বেখেয়ালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দিয়ে চালক বাসটি নিয়ে পাশের খালে পড়ে যান। তবে এ দুর্ঘটনায় চালক পালিয়ে গেলেও মারা গেছেন দুই যাত্রী। আজ বুধবার সকাল সাতটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রা‏হ্মণবাড়িয়ার নন্দনপুর বিসিক শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন মো. সামিরুজ্জামান ও সুলতানা বেগম (২২)। সামিরুজ্জামান যশোর শহরের রেলগেট এলাকার আবদুর রবের ছেলে আর সুলতানা সিলেটের আম্বরখান সড়কের মামুন মিয়ার স্ত্রী।

পুলিশ ও আহত যাত্রীরা জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী গ্রিন লাইনের ওই যাত্রীবাহী বাসের চালক সকাল সাতটার দিকে মুঠোফোনে কথা বলতে বলতে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সামিরুজ্জামান মারা যান। আর ট্রাকের লোহার সঙ্গে আটকে যান সুলতানা নামের এক যাত্রী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন দুই ঘণ্টা পর তাঁকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

আহত ২০ যাত্রীকে জেলা সদর হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে। আহত যাত্রী মো. আব্বাছ উদ্দিন (২৩) ও উত্তম চাকমা (২৬) জানান, চট্টগ্রাম থেকে বাসটি ছেড়ে আসার পর থেকে কিছুক্ষণ পার পর চালক মুঠোফোনে কথা বলছিলেন। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিতে ৩৬ জন যাত্রী ছিল। বাসের একটি অংশ এখনো পানির নিচে। তাই অনেকে এখনো বাসের ভেতর আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.