আমাদের কথা খুঁজে নিন

   

সামুকে নিয়ে চক্রান্ত..".সোনার বাংলাদেশ" নামক ব্লগের একটি পোস্ট আর আমার উপলব্ধি...সাথে সাথে প্রতিবাদও

আমি সামুতে লিখি,এটা একান্ত আমার কিছু ভাললাগা বা চিন্তা চেতনার ব্যাপার। সামু কর্তৃপক্ষ আমাকে এখানে ডেকে আনেনি। সবথেকে বড় কথা আমি ব্যক্তি জীবনে কি করি না করি,আমার স্বভাব-চরিত্র কেমন বা আমি সামনে কি করব না করব এ ব্যাপারে সামুর কর্তৃপক্ষ কি কিছু জানে??বা যে সব ব্লগার ভাল লেখায় উৎসাহ দেয় বা ভাল কিছু উপদেশ দেয় তারা কি আমাকে সঠিক ভাবে চিনতে বা জানতে পারছে?? কলম দাদিকে নিয়ে ব্লগ জগতে তোলপাড় চলছে। কিছু কুলাংগার সাহায্য করার কথা বলে কলম দাদির টাকা মেরে দিয়েছে,যেটা অত্যন্ত ঘৃনিত একটা কাজ। আমরা যারা সামুতে আছি সবাই সেই ঘটনার সুস্ঠ তদন্ত এবং বিচার চাই।

আজ আমার দেশে পেপারে এব্যাপারে একটি রিপোর্ট করা হয়েছে। যেটা অনেকেই পড়েছেন বা জেনেছেন। কিন্তু এখন যা হচ্ছে সেটা হল সামু নিয়ে চক্রান্ত। আমাকে যেমন সামু কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে ডেকে আনেননি ঠিক তেমনি যেসব ব্লগার খারাপ কাজটি করেছে তাদেরও দাওয়াত দিয়ে ব্লগে আনেনি। তবে হ্যা সামু একটি অন্যায় করেছে তা হল সাহায্যের সেই পোস্ট টি স্টিকি করেছে।

মানবিক আবেদনে সাড়া দেওয়া যদি অন্যায় হয় তবে সামু কর্তৃপক্ষ অপরাধী। যেহেতু সামু বাংলা ব্লগগুলার মধ্যে সবথেকে বড় এবং জনপ্রিয় ব্লগ সেহেতু অন্যান্য ব্লগ সামুকে প্রতিপক্ষ হিসেবে নিবে এটা স্বাভাবিক। সামুর সাথে তারা প্রতিযোগিতা করতে পারে ব্লগার নিয়ে,লেখা নিয়ে,জনপ্রিয়তা নিয়ে,সামাজিক কর্মকান্ড নিয়ে ইত্যাদি ভাল দিক নিয়ে,সেটাও স্বাভাবিক। কিন্তু সোনার বাংলাদেশ নামক একটি ব্লগের এক ব্লগারের পোস্ট এবং পোস্টে ব্লগাররা কলম দাদির বিষয় নিয়ে যেভাবে সামু এবং সামুর সকল ব্লগারকে যেভাবে আক্রমন হচ্ছে তা এক কথায় নোংরামী। সেখানে পলাশ নামক ব্লগারের পোস্টের শিরোনাম হল: সামু ব্লগারদের অনৈতিক কান্ড! , সাবধান থাকতে হবে সোনার বাংলা ব্লগকেও! শিরোনামটা ভাল করে দেখেন আর পোস্টের বক্তব্য হল: আজকে খবরটা পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল, কিছু ব্লগারে অনৈতিক কান্ড কারখানা দেখে।

তাও আবার ব্লগকে ব্যবহার করে। সামু ব্লগ নিয়ে এমনিতেই অনেক অভিযোগ আছে, অবশ্য তার যথেষ্ট যৌক্তিক কারনও আছে। তবে সামু ও তার ব্লগারদের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগটি খুবই গুরুতর। তারা মহান মুক্তিযুদ্ধকে নিয়েও প্রকাশ্য ব্যবসা শুরু করে দিল। "মুক্তিযুদ্ধে শহীদের স্ত্রী এখন ফেরিওয়ালী!!! শ্রেষ্ঠ সন্তানদের প্রাপ্যটা আমরা এভাবে দিলাম!?"শিরোনামে সামুতে পোষ্ট দিয়ে ১৪ লাখ টাকা তুলে ভিক্টিমকে না দিয়ে পুরো টাকাটাই হাপিস(!) করে দিল!! এই হল সামু ব্লগ ও তার নিবেদিতপ্রান ব্লগারদের চরিত্র! এই ব্লগই আবার হিট খাওয়ার জন্য মুক্তিযুদ্ধকে নিয়ে (যুদ্ধাপরাধীদের বিচার চাই) একটা পিটিশন ট্যাগও লাগাইয়া রাখছে প্রথম পাতায়।

একদিকে বিচার চায়, আবার অন্যদিকে এই মুক্তিযোদ্ধাদের সাহায্যের নামে টাকা তুলে নিজেরা মেরে খায়, এখন দেখুন এরা কত্ত বড় ধান্দাবাজ! আমার কথা হল কিছু ব্লগার খারাপ কাজটা করেছে কিন্তু সামু কর্তৃপক্ষ বা অন্যান্য ব্লগারদের নিয়ে এই নোংরামী কেন??সামু কর্তৃপক্ষ বা সব ব্লগার তো এর সাথে জড়িত নয় বরং আজও অনেক পোস্ট এসেছে এই বিষয় নিয়ে এবং সবাই ঐ ঘটনায় জড়িতদের প্রতি ঘৃনা এবং শাস্তি দাবী করছে তবে কেন সামু নিয়ে এরকম নোংরামী হচ্ছে??? আর ঐপোস্টে ব্লগারদের মন্তব্য লিখতেও ঘৃনা হচ্ছে। আমি এমন নোংরামীর তীব্র প্রতিবাদ করছি। তবে সামু কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে যে কোন সাহায্যের আবেদন আসলে কেউ যদি সাহায্য করতে চায় তবে সামু কর্তৃপক্ষ যেন নিজেরা থেকে সেই সাহায্যের ব্যাপারে এগিয়ে আসে। তাহলে হয়ত সামুকে ব্যাবহার করে কেউ কলম দাদীর সাথে যেটা হয়েছে এমন খারাপ কাজ আর করতে পারবেনা এবং সাহায্যপ্রার্থীও তার সাহায্যটা সামু কর্তৃপক্ষের মাধ্যমে নিতে পারবে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।