আমাদের কথা খুঁজে নিন

   

পুরনো সামুকে মিস করি

I realized it doesn't really matter whether I exist or not.

একটা সময় ছিল, সামুর স্বর্ণযুগ বলা যায় যে সময়টাকে, যখন সামুতে মজার একঝাঁক ব্লগার প্রায় সবসময়ই নেটে থাকতো। তাদের কখনও মজার, কখনও গভীর চিন্তার প্ররোচক কিংবা কখনও গল্প-কবিতা দিয়ে সামু পরিপূর্ণ থাকতো। প্রায় প্রতিটা পোস্টে থাকতো প্রাণবন্ত আলোচনা। মজার পোস্টে মজাদার কমেন্টের বাহার আর সিরিয়াস পোস্টে সিরিয়াস ধরনের আলোচনা।

সেই সময়টায় অনেক সময় কাটানো হতো সামুতে।

একটা ভার্চুয়াল পরিবার মনে হতো অচেনা পাঠক-লেখকদের এই আড্ডাখানাতে। কিন্তু ইদানিং, ইদানিং না আরও অনেক আগে থেকেই সামুতে আর ঢুকলে লগইন করতেই ইচ্ছে করে না। হোমপেজে সব রাজনৈতিক আর ধর্মীয় বিতর্কে ভরপুর। এগুলোর বিরোধিতা করছি না, বরং একসময় পোস্টের ভিন্নতা ছিল, যেটা এখন খুব একটা দেখা যায় না।

সামুর সেই সময়গুলো মিস করি অনেক।

আজ অনেকদিন পর পুরনো পোস্টগুলো ঘাঁটতে গিয়ে মনে পড়লো সামুর সেসব দিনের কথা। কে জানে হয়তো সেসব ব্লগাররা এখনও সামুতে আছেন; নতুন কোনো নিকে কিংবা পুরনো নিকেই চুপচাপ অবস্থায় মাঝে মাঝে এসে ঘুরে যান।

সেই দিনগুলো যদি ফিরে আসতো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।